Accident: দিঘার সমুদ্রে স্নান সেরে ফেরার পথেই...জাতীয় সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনা! গাড়ি ও বাইকের সংঘর্ষে মৃত ৪, জখম একাধিক

Last Updated:

Accident: ভয়ঙ্কর দুর্ঘটনা জাতীয় সড়কে। একটি গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত‍্যু ৪ জনের। সূত্রের খবর অনুযায়ী, এদের মধ‍্যে ৩ জন বাইক আরোহী এবং একজন পর্যটক। আহত আরও কয়েকজন। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরে।

পূর্ব মেদিনীপুর: ভয়ঙ্কর দুর্ঘটনা জাতীয় সড়কে। একটি গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত‍্যু ৪ জনের। সূত্রের খবর অনুযায়ী, এদের মধ‍্যে ৩ জন বাইক আরোহী এবং একজন পর্যটক। আহত আরও কয়েকজন। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরে।
পূর্ব মেদিনীপুর জেলার মারিসদা থানার ১১৬ বি দিঘা নন্দকুমার জাতীয় সড়কের খড়িপুকুরিয়া বাস স্ট‍্যান্ডের কাছে ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। দিঘা থেকে ফিরে আসা পর্যটকদের গাড়ির সঙ্গে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
advertisement
advertisement
গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে ধাক্কা মেরে রাস্তার ধারে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইকে থাকা তিনজনের। মৃত তিন বন্ধুর নাম বিশ্বজিৎ মণ্ডল, শুভঙ্কর জানা, অতনু মণ্ডল। জানা গিয়েছে, মৃত তিন বাইক আরোহীর বাড়ি কাঁথির ঘোড়াকাটা গ্রামে।
এই দুর্ঘটনার পরেই ঘটনা স্টলে মারিষদা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনা স্থলে পৌঁছে উদ্ধার কার্য চালায়। তিন বাইক আরোহীর পাশাপাশি জখম হয় গাড়ির যাত্রীরাও। পুলিশ সাবাইকে উদ্ধার করে, কাঁথি মহকুমা হাসপাতাকে নিয়ে গেলে চার জনকে মৃত বলে ঘোষণা করে।
advertisement
গাড়িতে থাকা নদীয়ার বাসিন্দা কোয়েল সিংকে আশঙ্কাজনক অবস্থায় কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। গাড়িতে থাকা চালক-সহ আরও কয়েকজন আহত হয়েছেন এই দুর্ঘটনায়। গাড়ির চালকের হাত ভেঙেছে। মারিষদা থানার পুলিশ গাড়ি দুটিকে আটক করছে । এই দুর্ঘটনার জেরে দিঘা নন্দকুমার জাতীয় সড়কে জান জটের সৃষ্টি হয়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: দিঘার সমুদ্রে স্নান সেরে ফেরার পথেই...জাতীয় সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনা! গাড়ি ও বাইকের সংঘর্ষে মৃত ৪, জখম একাধিক
Next Article
advertisement
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? জেনে নিন
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement