#বর্ধমান: ক্যান্সার আক্রান্ত এক রেল কর্মীকে মারধর করার অভিযোগ উঠল আরপিএফের বিরুদ্ধে। পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ডিআরএম অফিসের ঘটনা। জানা গিয়েছে, এদিন হাওড়া ডিভিশনের ওই রেল কর্মী কোনও কাজ নিয়ে ডিআরএম অফিসে আসেন। এই রেল কর্মী ক্যান্সার রোগে আক্রান্ত। ওই রেল কর্মীকে অফিসে ঢুকতে দেয়নি আরপিএফ। এমনই অভিযোগ৷
এরপর দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। সেই সময় রেলের আধিকারিকের গাড়ি অফিসে ঢুকছিল। অভিযোগ ওই রেলকর্মী ওই আধিকারিকের গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েন। এরপর আরপিএফ বাহিনী ওই রেল কর্মীকে বের করে দেন। ওই রেল কর্মীর অভিযোগ আরপিএফ বাহিনী তাকে মারধরও করেছে। তার জামা ছিড়ে দিয়েছে। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন আরপিএফ। তাদের পাল্টা অভিযোগ ওই রেলকর্মী তাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। এই ঘটনার জেরে ডিআরএম অফিস চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
Dipak Sharmaনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cancer Patient, South bengal news