আসানসোলে আরপিএফ এর হাতে মারধরের অভিযোগ ক্যান্সার আক্রান্ত রেলকর্মীর
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
তাদের পাল্টা অভিযোগ ওই রেলকর্মী তাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে।
#বর্ধমান: ক্যান্সার আক্রান্ত এক রেল কর্মীকে মারধর করার অভিযোগ উঠল আরপিএফের বিরুদ্ধে। পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ডিআরএম অফিসের ঘটনা। জানা গিয়েছে, এদিন হাওড়া ডিভিশনের ওই রেল কর্মী কোনও কাজ নিয়ে ডিআরএম অফিসে আসেন। এই রেল কর্মী ক্যান্সার রোগে আক্রান্ত। ওই রেল কর্মীকে অফিসে ঢুকতে দেয়নি আরপিএফ। এমনই অভিযোগ৷
এরপর দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। সেই সময় রেলের আধিকারিকের গাড়ি অফিসে ঢুকছিল। অভিযোগ ওই রেলকর্মী ওই আধিকারিকের গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েন। এরপর আরপিএফ বাহিনী ওই রেল কর্মীকে বের করে দেন। ওই রেল কর্মীর অভিযোগ আরপিএফ বাহিনী তাকে মারধরও করেছে। তার জামা ছিড়ে দিয়েছে। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন আরপিএফ। তাদের পাল্টা অভিযোগ ওই রেলকর্মী তাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। এই ঘটনার জেরে ডিআরএম অফিস চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
advertisement
Dipak Sharma
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 24, 2020 11:50 PM IST