Calcutta Football League: কলকাতা ময়দান কাঁপাচ্ছে শান্তিপুরের শুভঙ্কর, চার ম্যাচে সাত গোল!
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Calcutta Football League: নদিয়ার শুভঙ্কর বর্তমানে খেলছে সিএফএল-এর পঞ্চম ডিভিশনে। সে ফরওয়ার্ড পজিশনে খেলে। এখনও পর্যন্ত কলকাতা ফুটবল লিগের চারটি ম্যাচে মাঠে নেমেছে শুভঙ্কর
নদিয়া: দশ বছর বয়স থেকে ফুটবল প্র্যাকটিস শুরু করেছিল শান্তিপুরের দ্বাদশ শ্রেণির কিশোর শুভঙ্কর বিশ্বাস। এই ছাত্র জীবনেই সে পৌঁছে গিয়েছে সাফল্যের দোরগোড়ায়। শুভঙ্করের বাবা রাজমিস্ত্রির কাজ করেন। পারিবারিক আর্থিক অবস্থা সেই অর্থে খুব ভাল নয়। তবে আর্থিক দুরবস্থা দমিয়ে দিতে পারেনি শুভঙ্করকে। সেই কিশোরই এখন কাঁপাচ্ছে কলকাতা ময়দান। কলকাতা ফুটবল লিগে দাপিয়ে খেলছে শান্তিপুরের এই ছেলে।
নদিয়ার শুভঙ্কর বর্তমানে খেলছে সিএফএল-এর পঞ্চম ডিভিশনে। সে ফরওয়ার্ড পজিশনে খেলে। এখনও পর্যন্ত কলকাতা ফুটবল লিগের চারটি ম্যাচে মাঠে নেমেছে শুভঙ্কর। এরই মধ্যে সাতটি গোল করে ফেলেছে। কলকাতার দলের অন্যতম ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছে জেলার এই ছেলে।
advertisement
advertisement
শান্তিপুরে বাড়ি হলেও ফুটবল প্র্যাক্টিসের জন্য শুভঙ্করকে যেতে হয় হাবড়াতে। এই দূরত্ব সে হাসিমুখেই প্রতিদিন অতিক্রম করে। ছোটবেলা থেকেই স্থানীয় ফুটবল প্রশিক্ষক দেব কুমার বিশ্বাস তার পাশে রয়েছে। তবে স্কুল কিংবা অন্যান্য ক্রীড়া সংস্থা থেকে সেই অর্থে সুযোগ-সুবিধা পায়নি বলেই জানিয়েছে শুভঙ্কর। আগামীতে তার ইচ্ছে এভাবেই পরিশ্রম ও অনুশীলনের মধ্যে দিয়ে পরবর্তী খেলা গুলিতেও আরও ভাল ফল করা।
advertisement
শুভঙ্করের বাবা দেবাশি বিশ্বাস জানান, ছেলের সাফল্যে খুবই ভাল লাগছে। তবে আমি রাজমিস্ত্রির কাজ করি, সেই অর্থে আমার আর্থিক সামর্থ্য নেই। ছোটবেলা থেকেই দেখতাম ওর খেলাধুলোয় ঝোঁক বেশি। তাই কষ্ট করে হলেও ওকে খেলাধুলোর দিকে এগিয়ে দিয়েছি।
এখন দেখার, জেলা থেকে উঠে এসে সিনিয়র পর্যায়ের ফুটবলে কত তাড়াতাড়ি নিজের জায়গা করে নিতে পারে শুভঙ্কর।
advertisement
মৈনাক দেবনাথ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 05, 2024 9:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Calcutta Football League: কলকাতা ময়দান কাঁপাচ্ছে শান্তিপুরের শুভঙ্কর, চার ম্যাচে সাত গোল!