লাইট মিল থেকে 'স্মোকি স্ন্যাক্স'! আড্ডা দিতে দিতে মুখ চালাতে চাইলে চলে আসুন সোনারপুরের 'বিকেলের ক্যাফে'তে!

Last Updated:

সোনারপুরের "বিকেল ক্যাফে" প্রিয়জনের সঙ্গে কাটানোর জন্য আদর্শ স্থান। সবুজ লন, ছিমছাম চেয়ার-টেবিল, দৃষ্টিনন্দন আলো এবং মুখরোচক খাবারের বৈচিত্র্য এখানে পাওয়া যায়।

+
স্মোকি

স্মোকি স্ন্যাক্স

দক্ষিণ ২৪ পরগনা: পড়ন্ত বিকেল সোনারপুরের আকাশে রঙ ছড়াচ্ছে শেষ বিকেলের সোনালি আলো। ব্যস্ত দিনের শেষে একটু শান্তি, একটু নির্জনতা আর প্রিয়জনের সঙ্গে কাটানো কিছু বিশেষ মুহূর্ত এর থেকে ভালো উপহার আর কী হতে পারে ঠিক এমনই এক বিকেলে, আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে চলে আসুন “বিকেল ক্যাফে”-তে।
সোনারপুরের ঢালাই ব্রিজ কিংবা শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের দিক থেকে শীতলা মন্দিরের পথে এগোলেই ডানদিকে চোখে পড়বে এক মনোরম দৃশ্য সবুজ কার্পেটে মোড়া লন, ছিমছাম চেয়ার-টেবিল আর দৃষ্টিনন্দন আলোর ব্যবহার যা নিমেষেই আপনাকে মোহিত করবে।
advertisement
advertisement
এখানকার পরিবেশ যেন ছোট্ট এক খোলা আকাশের স্বপ্ন। প্রেম, বন্ধুত্ব কিংবা একান্ত নিজেকে খুঁজে নেওয়ার মুহূর্ত সবকিছুর জন্যই আদর্শ এই জায়গাটি। খাবারের কথাই যদি বলেন, তবে আপনি পাবেন নানান ধরনের মুখরোচক আইটেম ক্যাফে ক্লাসিক কফি থেকে শুরু করে স্মোকি স্ন্যাক্স, কুল ড্রিংকস, কিংবা লাইট মিল সবকিছুরই স্বাদে আছে বিশেষত্ব।
advertisement
বিকেল ক্যাফে-তে আপাতত অনলাইন ডেলিভারি না থাকলেও, আপনি অনলাইনে অর্ডার দিয়ে খাবার সংগ্রহ করতে পারেন সরাসরি এসে। তো আর দেরি কেন এখনি নিজেকে আর আপনার প্রিয়জনকে উপহার দিন এক বিকেলের শান্তি, স্বাদ আর সুন্দর মুহূর্তের ঠিকানা বিকেল ক্যাফে।
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
লাইট মিল থেকে 'স্মোকি স্ন্যাক্স'! আড্ডা দিতে দিতে মুখ চালাতে চাইলে চলে আসুন সোনারপুরের 'বিকেলের ক্যাফে'তে!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement