CAA: 'নিজের সর্বনাশ কি নিজে করতে চান...?' CAA নিয়ে কৃষ্ণনগরে সুর সপ্তমে, সতর্কবাণী মমতার...!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
CAA - Mamata Banerjee: লোকসভা নির্বাচনের প্রথম জনসভাতেই সিএএ নিয়ে সুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারের প্রথম সভা ছিল আজ কৃষ্ণনগরে সাংসদ মহুয়া মৈত্রর কেন্দ্র থেকেই লোকসভা নির্বাচনী প্রচার শুরু করলেন মমতা।
কৃষ্ণনগর: লোকসভা নির্বাচনের প্রথম জনসভাতেই সিএএ নিয়ে সুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারের প্রথম সভা ছিল আজ কৃষ্ণনগরে সাংসদ মহুয়া মৈত্রর কেন্দ্র থেকেই লোকসভা নির্বাচনী প্রচার শুরু করলেন মমতা। আর শুরুতেই ঝাঁঝালো নিশানা করলেন কেন্দ্রের মোদি সরকারকে। ইডি-সিবিআই দৌরাত্ম থেকে লোকসভা নির্বাচনের মুখে সিএএ চালু কেন্দ্রের একাধিক পদক্ষেপ নিয়ে চরম কটাক্ষ করেছেন মমতা।
জনসাধারণের উদ্দেশ্যে মমতার সতর্কবাণী, “এর পরে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসবে। নিজের সর্বনাশ কি নিজে করতে চান? যদি না করতে চান তাহলে ভুলেও আবেদন করবেন না নাগরিকত্বের জন্য। যাঁরা বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন তাদের আগে করতে বলুন।”
advertisement
advertisement
কেন্দ্রকে নিশানা করে ছুড়ে দিলেন প্রশ্ন, “কিছুদিন আগে বাবুরা হঠাৎ বলল সিএএ। কমিটিতে কাকে করেছেন যেন? একটা পোস্ট অফিসের লোক, সেন্সাস-এর লোক। যাঁরা বলছেন নাগরিকত্ব পেয়ে যাবেন এটা ভুল কথা। সিএএ-টা হচ্ছে মাথা, এনআরসি-টা হচ্ছে লেজ। সিএএ করলেই এনআরসিতে পড়ে যাবেন। বিজেপির যাঁরা লোকসভায় দাঁড়িয়েছে তাঁরা কেন সিএএ-তে আবেদন করছেন না? কারণ, সিএএ-তে অবদান করলেই বিদেশি হয়ে যাবে। ভোটে দাঁড়াতে পারবেন না। মমতা আরও যোগ করেন, “সিএএ করার ক্ষমতা থাকলে একবছর আগে কেন করল না? ইলেকশনের আগে শুধু ভাঁওতা। যে আবেদন করবেন তখনই হয়ে যাবেন বিদেশি।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 31, 2024 2:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CAA: 'নিজের সর্বনাশ কি নিজে করতে চান...?' CAA নিয়ে কৃষ্ণনগরে সুর সপ্তমে, সতর্কবাণী মমতার...!