Govinda: ৬০ বছরে 'ছাদনাতলায়'...! বলিউডের 'হিরো নং ১' গোবিন্দার বার্ষিক আয় কত জানেন? ছিটকে যাবেন শুনলে!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Govinda: বছরের পর বছর একটিও সিনেমা করেননি গোবিন্দা। তবুও এই অভিনেতার কোটি কোটির আয়। অন্তত তেমনটাই বলছে তাঁর দেওয়া সম্পত্তির পরিমান। চলুন জেনে নেওয়া যাক গোবিন্দের মোট সম্পদ ঠিক কত? আর কোনও ছবি না থাকা সত্ত্বেও এই 'হিরো' কোটি টাকা আয় করছেন কীভাবে?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
'ইলজাম' ছবি দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করা গোবিন্দা তাঁর দুর্দান্ত নাচ এবং চমৎকার কমেডি দিয়ে ভক্তদের হৃদয়ে একটি বিশেষ জায়গা করে নিয়েছেন। আজ গোবিন্দার স্টারডম হয়তো কম, কিন্তু একটা সময় ছিল যখন তার সিনেমা হল ছাড়তো না সহজে। গোবিন্দা সেই সময়ে প্রচুর উপার্জন করতেন। এছাড়াও তিনি অনেক ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে প্রচুর আয় করতেন সেই সময়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এমনও খবর আছে যে গোবিন্দার কিছু ব্যবসা আছে যেখান থেকে তিনি কোটি টাকা আয় করেন। তবে অভিনেতার সেই ব্যবসা নিয়ে গণমাধ্যমে তেমন কোনও তথ্য নেই। তবে অনেক রিয়েলিটি শোতে অতিথি হিসেবে প্রায়ই দেখা যায় তাঁকে। রিয়েলিটি শো থেকেও কোটি কোটি টাকা আয় করে থাকেন অভিনেতারা। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, গোবিন্দের মোট সম্পত্তির পরিমাণ ১৭০ কোটি টাকারও বেশি।
advertisement
advertisement
advertisement
বলিউড হিরোদের বিয়ে হলে নাকি কেরিয়ার শেষ হয়ে যায়, এমন এক মিথ দীর্ঘদিন ধরে চলেছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে৷ সেই কারণেই নাকি গোবিন্দা নিজের বিয়ে লুকিয়ে রেখেছিলেন বলে জানান। সম্প্রতি গোবিন্দার সঙ্গে মালা বদল করে ফের একবার বিয়ে করলেন সুনীতা৷ ‘ডান্স দিওয়ানে ৪’-এর মঞ্চে স্ত্রী সুনিতার সঙ্গে আবারও মালা পরালেন গোবিন্দ!
advertisement