Bus Service Stopped: বন্ধ এই জরুরি রুটের বাস, পুজোয় কীভাবে যাতায়াত হবে! প্রবল দুশ্চিন্তায় হাজার-হাজার মানুষ

Last Updated:

Bus Service Stopped: এই যন্ত্রণা ভোগ করতে হচ্ছে দিনের পর দিন। অভিযোগ, সব জেনে দেখে নীরব প্রশাসন।

প্রতিকি ছবি 
প্রতিকি ছবি 
দক্ষিণ ২৪ পরগনার: কয়েক বছর আগেই বন্ধ হয়ে গিয়েছিল জয়নগর থেকে ধর্মতলা, নবান্ন যাওয়ার সরকারি বাস। এরপর এক বছর পার হতেই বন্ধ হয়ে গেল কুলতলি থেকে কলকাতা যাওয়ার সরকারি বাসও। অগত্যা ভিড়ে ঠাসা লক্ষ্মীকান্তপুর বা নামখানা লোকাল ভরসা কয়েক হাজার মানুষের।
এই যন্ত্রণা ভোগ করতে হচ্ছে দিনের পর দিন। অভিযোগ, সব জেনে দেখে নীরব প্রশাসন। এই প্রসঙ্গে কুলতলির বিধায়ক গণেশ মণ্ডল বলেন, বাস যাতে আবার চালু করা যায়, তা দেখা হচ্ছে। লকডাউনের আগে জয়নগরের নিমপীঠ থেকে ধর্মতলা হয়ে একেবারে নবান্ন পর্যন্ত সরকারি বাস চালু হয়েছিল। কিন্তু সেই বাস চলাচল বন্ধ কয়েক বছর।
advertisement
আরও পড়ুন: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস, ঝোড়ো হাওয়ার সতর্কতা! আবহাওয়ার আপডেট
পাশাপাশি, কুলতলির বিধায়কের উদ্যোগে মৈপীঠের গঙ্গার ঘাট থেকে ধর্মতলা সরকারি বাস চালু হয়েছিল এক বছর আগে। সেই বাস পরিষেবাও বন্ধ হয়ে গিয়েছে। ফলে এলাকাবাসীরা ক্ষুব্ধ। এমনিতেই কুলতলির জামতলা থেকে অটো ট্রেকার, বেসরকারি বাস ধরে মানুষকে জয়নগর-মজিলপুর স্টেশনে আসতে হয়। তবেই ট্রেন ধরতে পারেন তাঁরা। আবার জয়নগরের মানুষেরও ভরসা ভিড় ট্রেন।
advertisement
advertisement
আরও পড়ুন: আপনার মোবাইল নম্বরে ২ সংখ্যাটি কতবার রয়েছে? জীবনে কী প্রভাব সংখ্যাটির জানেন? রইল বিশেষজ্ঞের মতামত
নয়তো অটো ধরে প্রথমে দক্ষিণ বারাসত যেতে হয়। সেখান থেকে আবার অটো পাল্টে চরণ। সেখান থেকে অটো ধরে বারুইপুর স্টেশন। ভুক্তভোগী এলাকাবাসীরা। সরকারি বাস চালু থাকলে এই সমস্যার সমাধান হত। অন্তত বারুইপুর পর্যন্ত গিয়ে লোকাল ট্রেন ধরা যেত। কবে চালু হবে বাস পরিষেবা, সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bus Service Stopped: বন্ধ এই জরুরি রুটের বাস, পুজোয় কীভাবে যাতায়াত হবে! প্রবল দুশ্চিন্তায় হাজার-হাজার মানুষ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement