ধুন্ধুমার নদিয়া! বন্ধ বাস পরিষেবা, নষ্টের গোড়া টোটো চালকরা? সামনে এল কালো সত্য
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
বাস বন্ধ হওয়ার ফলে বাধ্য হয়ে বহু নিত্যযাত্রীরা লরিতে করে ফিরছেন। তারা চান, দ্রুত এই সমস্যার সমাধান হোক এবং পুনরায় বাস পরিষেবা সচল হোক
কৃষ্ণনগর, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়া জেলার কৃষ্ণনগর বাসস্ট্যান্ড থেকে নদিয়া জেলার বিভিন্ন জায়গায় যাওয়ার বাস সম্পূর্ণরূপে বন্ধ। বুধবার কৃষ্ণনগর প্রধান বাসস্ট্যান্ডের সামনে কিছু টোটো চালক তারা টোটো নিয়ে ভিড় করে, এরপর বাস চালকদের সঙ্গে হঠাৎই বচসা শুরু হয় এবং বচসা থেকে হাতাহাতি ও মারামারিতে পরিণত হয়। এই ঘটনার জেরে একজন বাসের ড্রাইভার গুরুতর আহত অবস্থায় কৃষ্ণনগর শক্তি নগর জেলা হসপিটালে ভর্তি হন ।
এরপরই বাস ইউনিয়ন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় বাস পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ করার। ঘটনাস্থলে উপস্থিত হয় কোতোয়ালি থানার পুলিশ এবং কৃষ্ণনগর ট্রাফিক পুলিশ। কৃষ্ণনগর বাসস্ট্যান্ডের বাস ইউনিয়নের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের সামনে জানান হয়, প্রশাসনিকভাবে তারা কোনও রকম সহযোগিতা পাচ্ছে না।
advertisement
advertisement
পাশাপাশি নদিয়ার বাস মালিকদের আরও অভিযোগ, যে কোনও জায়গায় টোটো প্যাসেঞ্জার নিয়ে চলে যায় এতে আর্থিকভাবে ক্ষতি হচ্ছে বাস মালিকদের। সঠিক রোড সঠিক নিয়ম-শৃঙ্খলা অনুযায়ী টোটো চলার আবেদন জানায় তারা। দুপুর পর্যন্ত কোনও সুরাহা না হওয়াতেই আপাতত বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাস ইউনিয়ন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
আর এই বাস বন্ধ থাকার জেরেই বেজায় ভোগান্তির শিকার হচ্ছেন নিত্য যাত্রীরা। যেহেতু কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে বেশ কিছু রুটে ট্রেন চলাচল করে না তাদের প্রধান পরিবহনের মাধ্যমেই হল বাস। আর এই বাস বন্ধ হওয়ার ফলে বাধ্য হয়ে বহু নিত্যযাত্রীরা লরিতে করে ফিরছেন। তারা চান, দ্রুত এই সমস্যার সমাধান হোক এবং পুনরায় বাস পরিষেবা সচল হোক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Nadia,West Bengal
First Published :
Sep 24, 2025 6:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ধুন্ধুমার নদিয়া! বন্ধ বাস পরিষেবা, নষ্টের গোড়া টোটো চালকরা? সামনে এল কালো সত্য









