বলিহারি বুদ্ধি! জঙ্গলে খাবার নেই, অভিযোগ জানাতে হাতি হাজির 'আসল' জায়গায়! অবাক সকলে

Last Updated:
জঙ্গলে মিলছে না খাবার, অভিযোগ জানাতে হবে কোথায়? জানে হাতি। আর সেই কারণেই আর লোকালয়ে না পৌঁছে সোজা পৌঁছল আসল জায়গায়
1/5
মিলছে না খাবার জঙ্গলে। অভিযোগ জানাতে সোজা রেঞ্জ অফিসে এসে উপস্থিত এক দাঁতাল হাতি। বিশালকার ওই দাঁতালকে দেখে একপ্রকার উদ্বিগ্ন বনকর্মী ও কর্তারা। খাবারের সন্ধানে লোকালয়ে হাতি আসার ঘটনা তারা জানেন, তাই বলে রেঞ্জ অফিসে হাতি। অবাক সকলে।
মিলছে না খাবার জঙ্গলে। অভিযোগ জানাতে সোজা রেঞ্জ অফিসে এসে উপস্থিত এক দাঁতাল হাতি। বিশালকার ওই দাঁতালকে দেখে একপ্রকার উদ্বিগ্ন বনকর্মী ও কর্তারা। খাবারের সন্ধানে লোকালয়ে হাতি আসার ঘটনা তারা জানেন, তাই বলে রেঞ্জ অফিসে হাতি। অবাক সকলে।
advertisement
2/5
মাদারিহাট-বীরপাড়া ব্লকের এক প্রত্যন্ত এলাকা লঙ্কা পাড়া। এই এলাকার রাজ্য সড়কে হাতির দেখা পাওয়া নিত্যদিনের ঘটনা। তবে রেঞ্জ অফিসে হাতি চলে আসা নতুন ঘটনা। স্বাভাবিকভাবেই হাতির এমন কাণ্ডে হতবাক সকলে।
মাদারিহাট-বীরপাড়া ব্লকের এক প্রত্যন্ত এলাকা লঙ্কা পাড়া। এই এলাকার রাজ্য সড়কে হাতির দেখা পাওয়া নিত্যদিনের ঘটনা। তবে রেঞ্জ অফিসে হাতি চলে আসা নতুন ঘটনা। স্বাভাবিকভাবেই হাতির এমন কাণ্ডে হতবাক সকলে।
advertisement
3/5
হাতিটি রেঞ্জ অফিসের সামনে এসে গাছ, ঘাস সব খেতে শুরু করে। এ কী শুধুই খাওয়াদাওয়া নাকি কোনও বার্তা পৌঁছে দেওয়া, প্রশ্ন অনেকের। এদিকে হাতিটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা শুরু করেন বনকর্মীরা।
হাতিটি রেঞ্জ অফিসের সামনে এসে গাছ, ঘাস সব খেতে শুরু করে। এ কী শুধুই খাওয়াদাওয়া নাকি কোনও বার্তা পৌঁছে দেওয়া, প্রশ্ন অনেকের। এদিকে হাতিটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা শুরু করেন বনকর্মীরা।
advertisement
4/5
জঙ্গলে খাবারের অভাব দেখে হাতি লোকালয়ে প্রবেশ করে এই কথাটি বহুদিন আগের থেকেই সকলের জানা। এবারে মিলল তার উদাহরণ, খাবার না পেয়ে রেঞ্জ অফিসে হাজির হাতি। যদিও এই বিষয়ে কিছু বলতে চাননি কেউ।
জঙ্গলে খাবারের অভাব দেখে হাতি লোকালয়ে প্রবেশ করে এই কথাটি বহুদিন আগের থেকেই সকলের জানা। এবারে মিলল তার উদাহরণ, খাবার না পেয়ে রেঞ্জ অফিসে হাজির হাতি। যদিও এই বিষয়ে কিছু বলতে চাননি কেউ।
advertisement
5/5
জানা গিয়েছে, হাতিটিকে জঙ্গলমুখী করতে শব্দবাজি পোড়াতে শুরু করেন বনকর্মীরা। হাতিটির কারণে রেঞ্জ অফিসের কোনও ক্ষতি হয়নি বলে বনকর্মীরা জানিয়েছে।
জানা গিয়েছে, হাতিটিকে জঙ্গলমুখী করতে শব্দবাজি পোড়াতে শুরু করেন বনকর্মীরা। হাতিটির কারণে রেঞ্জ অফিসের কোনও ক্ষতি হয়নি বলে বনকর্মীরা জানিয়েছে।
advertisement
advertisement
advertisement