Bus Accident: জাতীয় সড়কে উল্টে গেল বাস! সাতসকালেই ভয়াবহ দূর্ঘটনা, আহত একাধিক
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Bus Accident: ওড়িশা থেকে কলকাতা যাচ্ছিল বাসটি। আর কয়েক ঘণ্টা হলেই সবাই পৌঁছে যেত গন্তব্যে। মাত্র সামান্য কয়েক ঘণ্টা আগেই ঘটল ভয়াবহ ঘটনা। কয়েকজনকে ভর্তি হতে হল হাসপাতালে। সাত সকালে ভয়াবহ বাস দুর্ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পশ্চিম মেদিনীপুর: ওড়িশা থেকে কলকাতা যাচ্ছিল বাসটি। আর কয়েক ঘণ্টা হলেই সবাই পৌঁছে যেত গন্তব্যে। তবে মাত্র সামান্য কয়েক ঘণ্টা আগেই ঘটল ভয়াবহ ঘটনা। কয়েকজনকে ভর্তি হতে হল হাসপাতালে। সাত সকালে ভয়াবহ বাস দুর্ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
আহত হয়েছেন কমপক্ষে ২০ জন বাস যাত্রী। কলকাতা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উল্টে যায় বাসটি। বড় বিপদ না হলেও আহত হয়েছেন অনেকে। তাদের ভর্তি করা হয় হাসপাতালে।
রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর- বালেশ্বর ৬০ নম্বর জাতীয় সড়কের নারায়ণগড় থানার হাঁদলা রাজগড় এলাকায়। জানা গিয়েছে, শনিবার ভোররাতে উড়িষ্যার ভুবনেশ্বর থেকে একটি যাত্রীবোঝাই বাস কলকাতার দিকে যাচ্ছিল।
advertisement
advertisement
সেই সময় খড়্গপুর-বালেশ্বর ৬০ নম্বর জাতীয় সড়কের নারায়ণগড় থানার হাঁদলা রাজগড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের উপর উল্টে যায় বাসটি। দুর্ঘটনায় আহত হন বাসের মধ্যে থাকা প্রায় ২০জন যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নারায়ণগড় থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আহতদের উদ্ধার করে প্রথমে মকরামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
advertisement
স্থানীয়দের দাবি, বাসটি কলকাতার দিকে যাওয়ার সময় আচমকাই জাতীয় সড়কে উল্টে যায়। চালকের ঘুম ধরে যাওয়ার কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান। আহতরা জানিয়েছেন, মাঝরাতে সবাই বাসের মধ্যে ঘুমিয়েছিলেন। হঠাৎ করেই ভোরের দিকে বাসটা দোল খেতে শুরু করে। পরে জাতীয় সড়কের উপর উল্টে যায়। দুর্ঘটনায় আহত হয়েছেন বাসের মধ্যে থাকা অনেকেই। পুলিশ সবাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
advertisement
ভোররাতে খড়্গপুর-বালেশ্বর ৬০ নম্বর জাতীয় সড়কের উপর যাত্রী বোঝাই বাস দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বাসটিকে সরিয়ে জাতীয় সড়কে যানষচলাচল স্বাভাবিক করে পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 08, 2024 12:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bus Accident: জাতীয় সড়কে উল্টে গেল বাস! সাতসকালেই ভয়াবহ দূর্ঘটনা, আহত একাধিক