সাতসকালে বীভৎস দুর্ঘটনা! পুণ্যার্থী বোঝাই বাস পড়ল নয়ানজুলিতে...! চলছে উদ্ধারকাজ

Last Updated:

Accident: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল পুণ্যার্থীদের একটি বাস। ঘটনাটি ঘটেছে গঙ্গাসাগরের কমলপুর গ্রামের চৌরঙ্গী বাজার সংলগ্ন এলাকায়। এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে হাত লাগায়।

নয়ানজুলিতে পড়ে রয়েছে বাস
নয়ানজুলিতে পড়ে রয়েছে বাস
গঙ্গাসাগর: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল পুণ্যার্থীদের একটি বাস। ঘটনাটি ঘটেছে গঙ্গাসাগরের কমলপুর গ্রামের চৌরঙ্গী বাজার সংলগ্ন এলাকায়। এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে হাত লাগায়।
সূত্রের খবর পূণ্যার্থীদের নিয়ে একটি বাস কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগরের দিকে যাচ্ছিল। পথে বাসের নিয়ন্ত্রণ হারায় ওই বাসের চালক। এরপরই পাশে থাকা নয়ানজুলিতে পড়ে যায় বাসটি‌। বাসে ৩২ জন যাত্রী ছিলেন।
advertisement
advertisement
দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত উদ্ধারকাজে নামে স্থানীয়রা। এরপর সাগর থানায় খবর গেলে পুলিশকর্মীরাও সেখানে উপস্থিত হন। একে একে বের করা হয় পূণ্যার্থীদের। তাদের চিকিৎসার জন্য পাঠানো হয় স্বাস্থ্যকেন্দ্রে।
এদের মধ্যে ৬ জনকে সাগর গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে‌। এদিকে কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে তোলার চেষ্টা চলছে।
advertisement
পূণ্যার্থীদের সহযোগিতার জন্য সবরকম চেষ্টা করছে প্রশাসন। প্রাথমিক চিকিৎসার পর যাদের ছেড়ে দেওয়া হয়েছে। তাদেরকে আবারও অন্য গাড়িতে করে কপিলমুনি আশ্রমের দিকে পাঠানো হয়েছে। এই ঘটনায় হতবাক সকলেই। যাত্রীদের উদ্ধারকরার করার তাদের সঙ্গে কথা বলে ঘটনার সঠিক কারণ জানার চেষ্টা করছে পুলিশ।
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সাতসকালে বীভৎস দুর্ঘটনা! পুণ্যার্থী বোঝাই বাস পড়ল নয়ানজুলিতে...! চলছে উদ্ধারকাজ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement