East Bardhaman News: বছরের শুরুতেই বর্ধমানবাসীর জন্য ফাটাফাটি উপহার! নবরূপে ফিরছে শহরের প্রাণকেন্দ্র টাউনহল, অন্দরমহলের প্রথম ঝলক দেখুন

Last Updated:

East Bardhaman: বর্ধমানের অন্যতম ঐতিহ্য বংশগোপাল টাউনহল, যা সাধারণ মানুষের কাছে 'টাউনহল' নামেই পরিচিত। অবশেষে ফিরে পেল তার হারানো জৌলুস। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২ জানুয়ারি নবরূপে হল শুভ উদ্বোধন।

+
সংস্কারের

সংস্কারের পর নবরূপে উদ্বোধন হল বর্ধমান টাউনহল

বর্ধমান, সায়নী সরকার: বর্ধমানের অন্যতম ঐতিহ্য বংশগোপাল টাউনহল, যা সাধারণ মানুষের কাছে ‘টাউনহল’ নামেই সমধিক পরিচিত। অবশেষে ফিরে পেল তার হারানো জৌলুস। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার ২ জানুয়ারি নবরূপে হবে শুভ উদ্বোধন। ১৮৯০ খ্রিস্টাব্দে নির্মিত এই ভবনটি ইতালীয় এবং ব্রিটিশ স্থাপত্যশৈলীর এক অপূর্ব মেলবন্ধন। প্রায় ২৪০০ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এই ভবনটি বর্ধমানের অন্যতম প্রধান স্থাপত্য।
নব্বইয়ের দশকে শেষবার সংস্কার হয়েছিল, ফলে ধীরে ধীরে জৌলুষ হারাচ্ছিল ভবনটি। ২০২৫ সালের মাঝামাঝি সময় থেকে বর্ধমান পৌরসভার উদ্যোগে শুরু হয় পুনরায় সংস্কারের কাজ। টাউনহলের রাজকীয় ঐতিহ্য বজায় রেখে বড় বড় ঝাড়বাতি, বিভিন্ন মনীষীদের ছবি-সহ অত্যাধুনিক সাউন্ড সিস্টেম ও নানান ব্যবস্থায় নবরূপে সাজিয়ে তোলা হয়েছে।
আরও পড়ুনঃ কলকাতার খুব কাছেই পরি‌যায়ী পাখিদের স্বর্গরাজ্য! নিরিবিলিতে প্রকৃতির অন্তরালে ঘুরে আসুন, উইকেন্ড ট্রিপের জন্য সেরা গন্তব্য
পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট থেকে একটু গেলেই বংশ গোপাল টাউনহল। বর্ধমান রাজ পরিবারের আত্মীয় বংশগোপাল নন্দের স্মৃতি রক্ষার্থে গতিপ্রকাশ নন্দ বর্ধমান পৌরসভাকে জায়গাটি দান করেন। তখন জায়গাতে ছিল রাজাদের বাগান এবং বাগানের মাঝে ছিল একটি সুন্দর ভবন। রাজ আমলের এই ঐতিহ্যকে ধরে রাখতে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হল ঐতিহ্যবাহী টাউনহলটি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ স্কুলের নামে অতিরিক্ত কারেন্টের বিল! বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, অন্ধকার থেকে আলোর আশায় দাদাঠাকুর প্রাথমিক বিদ্যালয়
মঞ্চের আয়তন সামনের দিকে বাড়ানো হয়েছে ২ মিটার এবং পুরনো কাঠ সরিয়ে সেগুন কাঠ দেওয়া হয়েছে। আধুনিকভাবে তৈরি করা হয়েছে মঞ্চটিকে। হলের ভিতরে থাকা বিখ্যাত ব্যক্তিদের পুরনো ছবিগুলি সরিয়ে নতুন করে ছবি সাজানো হয়েছে। পাশাপাশি আর্কিটেক্ট দিয়ে সমস্ত নকশা তৈরি করে সংস্কার করা হয়। মঞ্চের পাশে একটি মহিলা এবং একটি পুরুষ গ্রিন রুম এবং মহিলা গ্রিন রুমে রয়েছে বাথরুম। এমনকি থাকছে ভিআইপি গেস্টদের জন্য আলাদা রুমের ব্যবস্থাও। কলকাতা থেকে বিশেষজ্ঞদের মতামত নিয়ে আনা হয়েছে আলো ও সাউন্ড। তবে মঞ্চের আয়তন বৃদ্ধি পাওয়া এবং আসনগুলি আরামদায়ক করার ফলে কিছুটা কমেছে আসন সংখ্যা। শুধুমাত্র টাউনহলের ভিতরেই নয় সাজিয়ে তোলা হয়েছে বাইরের অংশটিকেও। টাউনহলের পুরনো ঐতিহ্যকে বজায় রেখেই বাইরের অংশে করা হয়েছে রং ও নানা ডিজাইন। এছাড়াও থাকছে বিশেষ আলোর ব্যবস্থা। বর্ধমানের ঐতিহ্যবাহী এই টাউন হল সংস্কার হওয়ায় খুশি বর্ধমানবাসী। তারা চান টাউনহল সংস্কারের পাশাপাশি মাঠে প্রবীণ নাগরিকদের জন্য করা হোক সেডের ব্যবস্থা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বলেন, ‘টাউনহলের পুরানো ঐতিহ্যকে বজায় রেখে আধুনিক মানের অডিটোরিয়াম তৈরি করাটা আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল। ঐতিহ্য বজায় রেখে কলকাতার বাইরে বিশেষ আধুনিক সুবিধা যুক্ত অডিটোরিয়াম গড়ে তোলাই ছিল আমাদের মূল লক্ষ্য। আশা করি বর্ধমানবাসী-সহ সাংস্কৃতিক জগতের সকলেরই পছন্দ হবে এই নতুন টাউনহল।’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: বছরের শুরুতেই বর্ধমানবাসীর জন্য ফাটাফাটি উপহার! নবরূপে ফিরছে শহরের প্রাণকেন্দ্র টাউনহল, অন্দরমহলের প্রথম ঝলক দেখুন
Next Article
advertisement
Chandranath Sinha: সাড়ে তিন কোটিরও বেশি সম্পত্তি 'অ্যাটাচ' করল ইডি, আরও বিপাকে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা!
সাড়ে তিন কোটিরও বেশি সম্পত্তি 'অ্যাটাচ' করল ইডি, আরও বিপাকে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা!
  • মন্ত্রী চন্দ্রনাথ সিনহার সম্পত্তি অ্যাটাচ করল ইডি৷

  • সাড়ে তিন কোটির সম্পত্তি অ্যাটাচ করল

  • প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পদক্ষেপ৷

VIEW MORE
advertisement
advertisement