Burdwan: সংকটে লাইফলাইন, বাঁকা নদী তাই অন্যতম ইস্যু বর্ধমানের পুরভোটে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বিধানসভা থেকে পুরসভা নির্বাচন- বারে বারেই ভোটের ইস্যু হয়ে উঠেছে বাঁকা নদীর সংস্কার। এবারও বর্ধমান শহরে পুরভোটের অন্যতম ইস্যু বাঁকা
#বর্ধমান: ভোট আসে ভোট যায়, সংস্কার হয় না বর্ধমানের বাঁকা নদীর। আবর্জনা জমে জমে এই নদী আজ পচা নালায় পরিণত হয়েছে। স্রোত হারিয়ে আজ দূষণ ছড়াচ্ছে বর্ধমানের এই লাইফ লাইন। বিধানসভা থেকে পুরসভা নির্বাচন- বারে বারেই ভোটের ইস্যু হয়ে উঠেছে বাঁকা নদীর সংস্কার। এবারও বর্ধমান শহরে পুরভোটের অন্যতম ইস্যু বাঁকা।
বর্ধমান শহরের মাঝ দিয়ে বয়ে গিয়েছে বাঁকা নদী। অস্তিত্বের সংকটে বর্ধমানের এই লাইফ লাইন। প্রতিদিন এই নদীতে মেশে জঞ্জাল, নর্দমার জল। অভিযোগ, হেলদোল নেই পুরসভার। বাসিন্দারা বলছেন, সারাবছর যাতে এই নদীতে জল থাকে তার ব্যবস্থা করা হোক। দু'পাশে লক গেট করে জল ধরে রাখা যেতে পারে। তার আগে নদীর নাব্যতা বাড়ানো জরুরি। সংস্কারের পর বাঁকা নদীতে বোটিংয়ের ব্যবস্থা করা যেতে পারে। চালু করা যায় নদী পরিবহণ। হতে পারে মাছ চাষ।
advertisement
advertisement
তার বদলে দিনে দুপুরে চুরি হয়ে যাচ্ছে নদী।আগেই নদীর দু'পার দখলদারদের হাতে চলে গিয়েছে।এখন নদীর বুক থেকেই উঠছে অবৈধ নির্মাণ। বর্ধমান শহরের আলমগঞ্জ, ভাতছালা বীরহাটা, ইছলাবাদ, বিধানপল্লী এলাকায় রমরমিয়ে চলছে বাঁকা দখল। দু'বছর আগেও অনেক জায়গায় বাঁকা নদী ছিল প্রায় একশো ফুট চওড়া। তা এখন কমে অনেক জায়গায় তিরিশ চল্লিশ ফুটে এসে দাঁড়িয়েছে।
advertisement
গতিপথ বদলে যাওয়ার বাড়ছে ভাঙন। সংকীর্ণ নদী হারিয়েছে জল ধারণ ক্ষমতা।ভারি বৃষ্টি হলেই দু-কুল উপচে বানভাসি হচ্ছে শহরের বেশ কিছু এলাকা। জবরদখল হঠিয়ে নদীকে তার আগের অবস্থায় ফেরানো হোক, এমনটাই চাইছেন বাসিন্দারা।
advertisement
ভোট প্রচারে উঠছে বাঁকা কথা। চলছে রাজনৈতিক চাপানউতোর। সিপিআইএম নেতা অপূর্ব চট্টোপাধ্যায়ের অভিযোগ, বাঁকা সংস্কারের নামে লক্ষ লক্ষ টাকায় পকেট ভরিয়েছে তৃণমূল। কাজের কাজ কিছুই হয়নি। বিজেপি নেতা শ্যামল রায়ের অভিযোগ, সিপিআইএম ও তৃণমূল, দুই দলই কিছু করেনি। বিজেপি ক্ষমতায় এলে শহরবাসী এই সমস্যা থেকে মুক্তি পাবে। তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, সিপিআইএম যা হাল করে গিয়েছে তা থেকে বাঁকা নদীকে বাঁচাতে আরও কিছু সময় লাগবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 18, 2022 11:18 PM IST