Burdwan News: বর্ধমানে শতাব্দী সায়নী, দেবাংশু! পুরভোটের প্রচারে শেষ রবিবার ঝড় তুলল তৃণমূল
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Burdwan News: এদিন বর্ধমানের চার নম্বর ওয়ার্ডে TMC প্রার্থী সেখ নুরুল আলমের সমর্থনে রোড শো করেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)।
#বর্ধমান: পুরভোটের আগে শেষ রবিবার বর্ধমানে প্রচারে ঝড় তুলল তৃণমূল কংগ্রেস। ছিলেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ, সাংসদ অভিনেত্রী শতাব্দী রায়, দেবাংশু ভট্টাচার্যরা। এদিন বর্ধমানের চার নম্বর ওয়ার্ডে TMC প্রার্থী সেখ নুরুল আলমের সমর্থনে রোড শো (Burdwan News) করেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)।
আরও পড়ুন: আনিসের মৃত্যু তদন্তে DSP পদমর্যাদার আধিকারিক, নির্দেশ DG-র, কী উঠে এল ময়না তদন্ত রিপোর্টে?
বর্ধমানের (Burdwan News) ১৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর সমর্থনে ভোট প্রচার করেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। তিনি বলেন, "সিপিএমকে বলব সব জায়গায় নিজেদের ট্যাগ লাগিয়ে রাজনীতি করবেন না। বর্ধমানে তৃনমূল প্রার্থীদের সমর্থনে রোড শো করেন সাংসদ অভিনেত্রী শতাব্দী রায় (Satabdi Roy)। বর্ধমানের ২২ নম্বর ওয়ার্ডে প্রচার করেন তিনি।
advertisement
advertisement
হুড খোলা গাড়িতে প্রচারে দেখা যায় শতাব্দী রায়কে। সঙ্গে ছিলেন ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী নাড়ু ভগৎ ও বর্ধমান দক্ষিণের (Burdwan News) বিধায়ক খোকন দাস। অভিনেত্রীকে দেখতে দুপুর থেকেই রাস্তায় ছিল বহু উৎসাহী মানুষের ভিড়।
অন্যদিকে এদিন সকালে বর্ধমানে (Bardhaman) হেঁটে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করলেন বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বর্ধমান শহরের বীরহাটা থেকে মিছিল শুরু হয় দিলীপ ঘোষের নেতৃত্বে। পরে বর্ধমানের (bardhaman) রানিগঞ্জ বাজার মোড়ে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে চা চক্র করেন তিনি। সেখানে জেলা নেতাদের পাশাপাশি দলের প্রার্থীরা উপস্থিত ছিলেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 20, 2022 10:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Burdwan News: বর্ধমানে শতাব্দী সায়নী, দেবাংশু! পুরভোটের প্রচারে শেষ রবিবার ঝড় তুলল তৃণমূল