বদলে যাবে ছবি, বর্ধমানে নেওয়া হচ্ছে বড় এই উদ্যোগ

Last Updated:

এ জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আর্থিক সহায়তা দেবে বর্ধমান উন্নয়ন পর্ষদ।

#বর্ধমান: এসএসকেএমের ধাঁচে এবার বর্ধমান মেডিক্যাল হাসপাতাল চত্বরকেও সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতাল চত্বরের ভেতরে থাকা জলাশয় ঘিরে পার্কিংয়ের জায়গা, বসার জায়গা, পার্ক তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্যের অন্যান্য বড় হাসপাতালের ধাঁচে বর্ধমানে মেডিক্যাল কলেজ হাসপাতালেও এই প্রকল্প গড়ে তোলা হবে।
জানা গিয়েছে, বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে ৭ তলা নতুন ভবনের পিছনের জলাশয়টি দীর্ঘদিন অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে রয়েছে। জলাশয়টি ধীরে ধীরে মজে যেতে শুরু করেছে। অন্যদিকে হাসপাতাল চত্বরের অন্যান্য অংশে একের পর এক প্রকল্প ও নতুন ভবন নির্মাণের ফলের রোগীর পরিজনদের বিশ্রামের জন্য ফাঁকা জায়গাও প্রায় নেই বললেই চলে।
advertisement
এই পরিস্থিতিতে বর্ধমান হাসপাতাল চত্বরের মধ্যে  মনোরম পরিবেশ তৈরির লক্ষ্যে ও অন্যান্য সুবিধার জন্য এই জলাশয়টির চারপাশে সৌন্দর্য্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। রোগী কল্যাণ সমিতির বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত গৃহত হয়েছে। বর্ধমান উন্নয়ন পর্ষদের সহযোগিতায় এই প্রকল্পের কাজ শুরু হয়েছে।
advertisement
এ জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আর্থিক সহায়তা দেবে বর্ধমান উন্নয়ন পর্ষদ। প্রায় ২৭ লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্প নির্মাণ করা হয়েছে। ইতিমধ্যেই প্রকল্প অনুমোদিত হয়েছে।
advertisement
বিডিএ সূত্রে জানা গিয়েছে, জলাশয়টি সম্পূর্ণভাবে সংস্কার করা হবে। পুরো জলাশয়টির চারপাশ ঘিরে দেওয়া হবে। জলাশয়টির দুপাশে দুটি বাঁধানো ঘাট নির্মাণ করা হবে। এছাড়া, বিশ্রামের জন্য জায়গা, ছাউনি, পাড় বরাবর রাস্তা নির্মাণ করা হবে। গাড়ি রাখার জন্য নির্দিষ্ট পার্কিং তৈরি করা হবে। পুরো এলাকাটির চারপাশে গাছ লাগানো ও আলোর ব্যবস্থা করা হবে।
advertisement
মন্ত্রী স্বপন দেবনাথ জানান, বর্ধমান মেডিক্যাল হাসপাতালে প্রতিদিন ভিন রাজ্য থেকে অনেক মানুষ চিকিৎসা করাতে আসেন। অনেক সময় রোগী ভর্তি থাকলে রোগীর পরিজনরা বিশ্রামের জন্য ঠিকমতো জায়গা পান না। এছাড়া হাসপাতালে এক ঘেঁয়েমি পরিবেশের বাইরে গিয়ে মনোরম পরিবেশে সময় কাটাতে পারবেন রোগীর পরিজনেরা। এছাড়া, জলাশয়টি সংস্কারের ফলে দূষণ কমবে।
advertisement
বিডিএ-র চেয়ারম্যান কাকলি গুপ্ত তা জানান, মোট ২৬ লক্ষ ৬৬ হাজার টাকা ব্যয়ে বর্ধমান উন্নয়ন পর্ষদের তহবিলে এই প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে। চলতি সপ্তাহে এই বিষয়ে টেন্ডার ডাকা হবে। টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হলে দ্রুত কাজ শুরু করা হবে। কয়েক মাসের মধ্যেই এই কাজ সম্পূর্ণ হবে।
advertisement
মূলত, বর্ধমান মেডিক্যাল  কলেজ হাসপাতালে আসা রোগীর পরিজনদের কথা ভেবেই এই প্রকল্পটির কাজ হাতে নেওয়া হয়েছে। এরফলে হাসপাতাল চত্বরের মধ্যেই বিশ্রামের জায়গা পাবেন তাঁরা। পাশাপাশি সৌন্দর্য্যায়নের ফলে হাসপাতালের পরিবেশ সুন্দর হবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বদলে যাবে ছবি, বর্ধমানে নেওয়া হচ্ছে বড় এই উদ্যোগ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement