স্কুলের ছাদে ফলছে সবজি, মিলছে মিড ডে মিলে সাহায্য, অন্য ছবি পূর্বস্থলীতে
- Published by:Suvam Mukherjee
- Written by:Saradindu Ghosh
Last Updated:
কীভাবে সবজি চাষ করতে হয়, সেটাও হাতেকলমে শিখে নিচ্ছে পড়ুয়ারাও।
#পূর্বস্থলী: বাগান বানিয়ে জৈব সার দিয়ে শাকসবজি উৎপাদন করে, তা যে অনায়াসেই মিড ডে মিলের কাজে লাগানো যায়, তার উদাহরণ তৈরি করেছে পূর্বস্থলীর একটি স্কুল।
বাগানের পাশাপাশি ছাদ বাগানও তৈরি করছে শীতকালীন শাকসবজি। সেই শাকসবজি দিয়েই চলছে স্কুলের মিড ডে মিলে রান্না করা খাবার দেওয়ার কাজ। বাইরের বাজারের ওপর নির্ভর করতে হয় ঠিকই, কিন্তু স্কুলের বাগানের সবজির সহযোগিতাও কম না। তাছাড়া কীভাবে সবজি চাষ করতে হয়, সেটাও হাতেকলমে শিখে নিচ্ছে পড়ুয়ারাও। ক্লাসের ফাঁকে গাছের যত্ন নিচ্ছে তারা।
advertisement
স্কুলের ছাদেই আস্ত একটি বাগান রয়েছে। আর সেই বাগানে উৎপন্ন সবজি দিয়ে চলছে স্কুলের পড়ুয়াদের জন্য মিড ডে মিলের রান্না। পূর্বস্থলী ১ নম্বর ব্লকের দোগাছিয়া পঞ্চায়েতের অন্তর্গত মীনাপুর নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেল এমনই ছবি।
advertisement
advertisement
স্কুলের প্রধান শিক্ষক প্রসেনজিৎ সরকার জানান, পঠন-পাঠনের সঙ্গে ছাত্রছাত্রীদের সামাজিকভাবে উজ্জীবিত করা এবং প্রকৃতির সঙ্গে সম্পর্ক নিবিড় করার উদ্দেশ্য নিয়ে এই ভাবনা। তবে স্কুলে আগে সবজি বাগান ছিল। এবছর নতুন সংযোজন ছাদের উপরেই সবজি বাগান। স্কুলের ছাত্র-ছাত্রীদের মিড ডে মিলে যতটা সবজি প্রয়োজন হয়, এইখানে উৎপন্ন সবজি দিয়ে হয় না ঠিকই, তবে অনেকটাই সহযোগিতা হয় মিডডে মিলে।
advertisement
পাশাপাশি তিনি আরও বলেন, মিড ডে মিলে সরকারি অনুদান যেটুকু সেইটুকু সঙ্গে আমাদের এই সবজি বাগান থেকে ছাত্র-ছাত্রীদের মিড ডে মিলে অনেকটাই সাহায্য হয়। এই বাগানের পরিচর্যা ছাত্র-ছাত্রী থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকারা পুরো বিষয়টি দেখেন। আগামী দিনে আরও বড় করে সবজি বাগান করার পরিকল্পনা রয়েছে জানিয়েছেন প্রসেনজিৎ বাবু।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 29, 2022 5:17 PM IST
