অন্য মেয়ে কেন? বয়ফ্রেন্ডের বাড়িতে আগুন লাগাল গার্লফ্রেন্ড, বরাতজোরে রক্ষা
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Viral: অগ্নিকাণ্ডে বড় কোনও দুর্ঘটনার খবর মেলেনি। তবে এই অগ্নিকাণ্ডে বরাতজোরে রক্ষা পেয়েছেন ওই তরুণীর বয়ফ্রেন্ড।
#পাটায়া: বয়ফ্রেন্ড অন্য মহিলার সঙ্গে গল্প করছে। পাত্তাও দিচ্ছে না। এমন এক সন্দেহের জেরে যুবতী এমন কাণ্ড ঘটালেন, সে চমকে উঠবেন যে কেউ। ঘটনা থাইল্যান্ডের পাটায়াতে। অভিযোগ, রাগের মাথায় ওই যুবতী নিজের বয়ফ্রেন্ডের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। গোটা বাড়ি কার্যত ভষ্মীভূত হয়ে গিয়েছে। অনেক কষ্টে আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল।
অগ্নিকাণ্ডে বড় কোনও দুর্ঘটনার খবর মেলেনি। তবে এই অগ্নিকাণ্ডে বরাতজোরে রক্ষা পেয়েছেন ওই তরুণীর বয়ফ্রেন্ড। কিন্তু তাঁর ঘর পুরোপুরি আগুনে পুড়ে গিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের সামনে ওই যুবক জানিয়েছেন, তাঁর গার্লফ্রেন্ড খুব সন্দেহ করতেন তাঁকে। অনেকবার বুঝিয়েও কোনও সমাধান মেলেনি। শেষে রাগের মাথায় বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন সেই গার্লফ্রেন্ড।
ইতিমধ্যে ওই যুবতীকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। ২৫ বছর বয়সী ওই যুবতী জানিয়েছেন, রাগের মাথায় তিনি এই কাণ্ড ঘটিয়েছেন। তবে অনেকেই বলছেন, ওই এলাকায় বড় রকমের দুর্ঘটনা হতে পারত। কারণ, আশেপাশের আরও বেশ কয়েকটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়তে পারত। ফলে বড় রকমের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল।
advertisement
advertisement
তবে আগুন লাগার খবর পেয়েই ওই এলাকায় চলে যায় পুলিশ এবং দমকল। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিনের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। সামান্য সন্দেহের জেরে ওই যুবতী এমন কাণ্ড ঘটাতে পারেন, তা কল্পনাও করতে পারেননি কেউ।
advertisement
প্রসঙ্গত, কয়েকদিন আগে টেক্সাসেও এমনই এক ঘটনা সামনে আসে। সেখানেও সন্দেহের জেরে বয়ফ্রেন্ডের বাড়িতে আগুন লাগিয়ে দেয় গার্লফ্রেন্ড। পরে ওই মহিলাকে গ্রেফতার করা হয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 29, 2022 4:41 PM IST