রাজস্থানে ভারী বৃষ্টির জেরে সর্বনাশ বাংলার শ্রমিকের! বাড়ি ভেঙে মৃত্যু হল ২ বাসিন্দার, আহত ৪

Last Updated:

রাজস্থানের জয়পুরের সুভাষ চকে একটি বিল্ডিং ভেঙে মৃত্যু হল পূর্বস্থলীর বাবা ও মেয়ের, মা গুরুতর অসুস্থ। মৃত প্রভাত বাগদি ৩১ বছর বয়স, মেয়ে পিউ বাগদীর বয়স পাঁচ বছর বয়স। মা সুমিত্রা বাগদি গুরুতর আহত হয়েছেন।

ভয়ঙ্কর ঘটনা
ভয়ঙ্কর ঘটনা
রাজস্থানের জয়পুরের সুভাষ চকে একটি বিল্ডিং ভেঙে মৃত্যু হল পূর্বস্থলীর বাবা ও মেয়ের, মা গুরুতর অসুস্থ। মৃত প্রভাত বাগদি ৩১ বছর বয়স, মেয়ে পিউ বাগদীর বয়স পাঁচ বছর বয়স। মা সুমিত্রা বাগদি গুরুতর আহত হয়েছেন।
দশ বছর ধরে তাঁরা সেখানে সোনা-রুপোর কারিগরের কাজ করতেন বলে জানা গিয়েছে। রবিবার সকালে পরিবারকে খবর দেওয়া হয় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়।
advertisement
জানা গিয়েছে ​রাজস্থানের জয়পুরে ভারী বৃষ্টির কারণে একটি বাড়ি ভেঙে পড়েছে। এই বাড়িতে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের বহু গয়না কারিগর বসবাস করতেন। এই দুর্ঘটনায় পূর্বস্থলী ব্লকের ঝাউডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কাশিপুর গ্রামের দুই বাসিন্দা, ৩৫ বছর বয়সি প্রভাত বাগদি এবং তাঁর পাঁচ বছর বয়সি মেয়ে পিউ বাগদির মৃত্যু হয়েছে।
advertisement
​দুর্ঘটনার পর ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত চারজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের মধ্যে একজনকে জয়পুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনের অবস্থা স্থিতিশীল। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ​স্থানীয় প্রশাসনের সঙ্গে রাজ্য বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারও এই বিষয়ে খোঁজখবর রাখছে বলে জানা গেছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাজস্থানে ভারী বৃষ্টির জেরে সর্বনাশ বাংলার শ্রমিকের! বাড়ি ভেঙে মৃত্যু হল ২ বাসিন্দার, আহত ৪
Next Article
advertisement
'৮ মাস আগেই GST সংস্কারের নির্দেশ দিয়েছিলেন মোদি'! কিন্তু...একান্ত সাক্ষাৎকারে কী বললেন নির্মলা?
'৮ মাস আগেই GST সংস্কারের নির্দেশ দিয়েছিলেন মোদি'! কিন্তু...সাক্ষাৎকারে বললেন অর্থমন্ত্রী
  • আট মাস আগেই নির্মলা সীতারামনকে জিএসটি সংস্কারের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একান্ত সাক্ষাৎকারে জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

VIEW MORE
advertisement
advertisement