পানিহাটিতে প্রেমে রাজি না হওয়ায় করুণ পরিণতি! বাড়িতে ঢুকে মারধোরের অভিযোগ প্রেমিক ও তাঁর বাবা-মায়ের, অপমানে চরম সিদ্ধান্ত নাবালিকার!

Last Updated:

জানা গিয়েছে, প্রেমে প্রত্যখ্যাত হয়ে প্রেমিকাকে শাস্তি দিতে চেয়েছিল প্রেমিক। তাই নাবালিকার বাড়িতে ঢুকে প্রেমিকাকে মারধোর করে বলে অভিযোগ। এই অপমান মেনে নিতে পারেনি ওই কিশোরী। অপমানে চরম পথ বেছে নেয় সে। আর এরপরেই এলাকায় উত্তেজনা ছড়ায়। মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, ইতিমধ্যেই পলাতক প্রেমিক ও তার বাবা মা। এই ঘটনায় পুলিশের হাতে এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন একজন।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
সুবীর দে, পানিহাটি: প্রেমে রাজি হয়নি নাবালিকা, আর সেই সিদ্ধান্ত মেনে নিতে পারে নি প্রেমিক। নাবালিকার বাড়ি ঢুকে কিশোরীকে মারধোর করে প্রেমিক ও তাঁর বাবা মা। আর সেই অপমানেই আত্মঘাতী হয় নাবালিকা। এই অভিযোগ ঘিরেই তুলকালাম হয়ে উঠল পানিহাটি পুরসভার ইন্দিরা নগর এলাকা।
জানা গিয়েছে, প্রেমে প্রত্যখ্যাত হয়ে প্রেমিকাকে শাস্তি দিতে চেয়েছিল প্রেমিক। তাই নাবালিকার বাড়িতে ঢুকে প্রেমিকাকে মারধোর করে বলে অভিযোগ। এই অপমান মেনে নিতে পারেনি ওই কিশোরী। অপমানে চরম পথ বেছে নেয় সে। আর এরপরেই এলাকায় উত্তেজনা ছড়ায়। মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, ইতিমধ্যেই পলাতক প্রেমিক ও তার বাবা মা। এই ঘটনায় পুলিশের হাতে এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন একজন।
advertisement
পুলিশ সূত্রের খবর, পানিহাটি পুরসভার অন্তর্গত ইন্দিরা নগর এলাকায় ১৬ বছর বয়সী নাবালিকা মাধ্যমিক পরীক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করতে চেয়েছিল এলাকার যুবক বিদ্যুৎ দাস। কিন্তু প্রেমে রাজি হয়নি ওই নাবালিকা। আর প্রেমে রাজি না হওয়ায় শাস্তি পেতে হল ওই নাবালিকাকে। নাবালিকার বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রেমিক যুবক বিদ্যুৎ দাস ও তাঁর বাবা-মা দিদি মিলে সেই নাবালিকার বাড়ির ভেতর ঢুকে তাঁকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে এবং আত্মহত্যার প্ররোচনাও দেয় বলে অভিযোগ।।অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী হয় ওই নাবালিকা।।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ইন্দিরা নগর এলাকায়।
advertisement
advertisement
নাবালিকার মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।।ঘটনার পর থেকে অভিযুক্ত প্রেমিক সহ তার বাবা-মা পলাতক।।অভিযুক্তের দিদি মেঘা দাস কে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পানিহাটিতে প্রেমে রাজি না হওয়ায় করুণ পরিণতি! বাড়িতে ঢুকে মারধোরের অভিযোগ প্রেমিক ও তাঁর বাবা-মায়ের, অপমানে চরম সিদ্ধান্ত নাবালিকার!
Next Article
advertisement
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
  • ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন?

  • চট করে অনেকের মাথাতেই আসবে না.

  • দেখে নিন সঠিক উত্তরটা

VIEW MORE
advertisement
advertisement