Murshidabad Tourism: ইতিহাসের জীবন্ত দলিল, মুর্শিদাবাদের 'এই' জায়গা অপরূপ সুন্দর, পুজোর একদিন ঘুরে আসতে পারেন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
Murshidabad Tourism: মুর্শিদাবাদের ভাণ্ডারদহ বিল যেন ইতিহাসের এক প্রাচীন আয়না। আইন-ই-আকবরীতে যার উল্লেখ রয়েছে, আবার ব্রিটিশ গেজেটিয়ারও একে জেলার অন্যতম বৃহৎ মাছভাণ্ডার হিসেবে চিহ্নিত করেছে।
advertisement
*ভাণ্ডারদহ বিল মুর্শিদাবাদের এক প্রাচীন জলাশয়, যার উল্লেখ আইন-ই-আকবরী-তে পাওয়া যায় এবং যা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ। একসময় এটি ভাগীরথীর একটি শাখা নদী ছিল এবং মোগল আমলে এখানে বাঁধ তৈরি হওয়ায় এটি বিলে পরিণত হয়। ব্রিটিশ যুগে এটিকে একটি বড় মাছের ভাণ্ডার হিসেবে চিহ্নিত করা হয়। বিলে স্থানীয় সম্প্রদায়ের মধ্যে সামাজিক মিলন ও উৎসব অনুষ্ঠিত হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement