ছেড়েছেন চাকরি, বি.টেক করে বিক্রি করছেন চা, দোকানে ক্রেতা বাড়ছে হু-হু করে

Last Updated:

B Tech Chaiwala: ১০ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত রয়েছে চায়ের দাম। একবার ঘুরে আসবেন নাকি এই চায়ের দোকানে!

+
অন্ডালে

অন্ডালে জাতীয় সড়কের পাশে বি.টেক চাওয়ালার দোকান।

অন্ডাল : ২০১৬ সালে ইঞ্জিনিয়ারিং এ স্নাতক হয়ে পাড়ি দিয়েছিলেন ভিন রাজ্যে। ব্যাঙ্গালোরে শুরু করেছিলেন জীবনের প্রথম চাকরি জীবন। কিন্তু মহামারী কেড়ে নিয়েছে সেই সুখ।
নানা অসুবিধার কারণে দক্ষিণ মুলুক ছেড়ে ফের নিজের ঘর অন্ডালে ফিরে এসেছিলেন অশ্বিনী কুমার। কিন্তু বেকার তো বসে থাকা যায় না। তবে কী করবেন, সেটাও বুঝে উঠতে পারছিলেন না। শেষমেষ দু নম্বর জাতীয় সড়কের পাশে খুলে ছিলেন একটি চায়ের দোকান। নাম দিয়েছিলেন বিটেক চা ওয়ালা। এই নামেই করেছে কামাল।
আরও পড়ুন- শুধু জোটের জয় নয়,এই চার কারণে তৃণমূলের চিন্তা বাড়াবে সাগরদিঘি উপনির্বাচনের ফল
২ নম্বর জাতীয় সড়কের পাশে অন্ডালের এই চায়ের দোকান আপাতত বেশ ভাইরাল। বিটেক চা ওয়ালার চা খেয়ে মুগ্ধ এখন বহু মানুষ। চা খেতে এখন যাত্রাপথে দোকানের সামনে দেখা যাচ্ছে গাড়ির লাইন।
advertisement
advertisement
দুই নম্বর জাতীয় সড়কের পাশেই অন্ডাল থানার অদূরে আসানসোল থেকে কলকাতার যাওয়ার পথে অন্ডাল থানা পার করেই বাঁ দিকে তাকালেই নজরে পড়বে বিটেক চা ওয়ালার সাইনবোর্ড।
বছর ২৬ এর অশ্বিনী কুমারের পিতৃভূমি বিহারের বেগুসারাই। কিন্তু জন্মভূমি হল অন্ডাল এর কাজরা। তাঁর বাবা পেশায় ইঁটের ব্যবসায়ী । বাড়িতে রয়েছে মা, বাবা, দুই বোন ও এক ভাই।
advertisement
২০১১ সালে কাজোড়া উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেন অশ্বিনী। তার পরে বীরভূমের পলিটেকনিক কলেজ পাশ করে ২০১৬ মেকানিক্যাল নিয়ে ডিগ্রি অর্জন। তারপর ব্যাঙ্গালোরে বেসরকারি বাইক তৈরীর কারখানায় সিনিয়র ইঞ্জিনিয়ার পদে কাজে যোগ দেন অশ্বিনী কুমার।
আরও পড়ুন- সাগরদিঘিতে কং প্রার্থী বাইরনের জয়, বিধানসভায় খুলল খাতা! বড় ব্যবধানে ধরাশায়ী TMC
অশ্বিনী কুমার জানিয়েছেন, ঠিক সেই সময় মাথায় আসে একটু অন্যরকম ভাবে ব্যবসা করার। তাই শুরু চা দোকান। চায়ের প্রায় ৭ থেকে ৮ রকম ভ্যারাইটি নিয়ে শুরু হয় তাঁর পথ চলা।
advertisement
তাঁর এই পদক্ষেপকে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে পরিবার। বাড়িতে বসেই নিজের হাতে নানা ধরনের চা তৈরি করে বাড়ির লোকেদের খাওয়ানো।
১০ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত রয়েছে চায়ের দাম। এর মধ্যে চকোলেট চা, এলাচি চা, বাটার চা ও কেশর চা অতি বিখ্যাত হয়ে উঠেছে এলাকায়। তবে বি.টেক চাওয়ালা যুবকের হাতে সাধারণ চা খেয়েও পাওয়া যায় চরম তৃপ্তি, দাবি চা প্রেমী মানুষের।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ছেড়েছেন চাকরি, বি.টেক করে বিক্রি করছেন চা, দোকানে ক্রেতা বাড়ছে হু-হু করে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement