North 24 Parganas News: শারদীয়া ও দীপাবলির পর টাকিতে স্বচ্ছ ভারত অভিযানে সীমান্তরক্ষী বাহিনী
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
Last Updated:
দুর্গা পুজো ও দীপাবলীর পর টাকিতে স্বচ্ছতা আনতে বিএসএফ ও টাকি পৌরসভার উপ পৌর প্রধান হাতে ঝাড়ু-ব্লিচিং পাউডার
বসিরহাট: টাকিতে স্বচ্ছ ভারতঅভিযানে নামল সীমান্তরক্ষী বাহিনী। ভারত-বাংলাদেশ সীমান্তের টাকিতে স্বচ্ছতা অভিযানে নামল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। দুর্গা পুজো ও দীপাবলীর পর টাকিতে স্বচ্ছতা আনতে বিএসএফ ও টাকি পৌরসভার উপ পৌর প্রধান হাতে ঝাড়ু-ব্লিচিংপাউডার, পচনশীল বস্তু নিয়ে যাওয়ার জন্য ডাস্টবিন নিয়ে সকাল সকাল ইছামতির পাড়ে হজির হন।
উত্তর ২৪পরগনার বসিরহাটের টাকি পৌরসভার ভারত ও বাংলাদেশ সীমান্তের ইছামতি নদীর রাজবাড়ী ঘাট, ঘোষবাড়ি, রাজবাড়ীঘাট, সহ একাধিক ঘাটেের পরিচ্ছন্নতায় নামলো ৮৫ ব্যাটেলিয়ানের মহিলা সীমান্তরকি বাহিনী ও টাকি পৌরসভা। দীপাবলির আলোর রোশনায় রাতভর যখন আম বাঙালি মেতেছে। সেই সময় টাকি ভারত ও বাংলাদেশ সীমান্তে টাকির ইছামতি নদীর ঘাট সহ একাধিক জায়গায় স্বচ্ছতা মিশনে পথে পৌরসভা ও সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা।
advertisement
advertisement
একদিকে ইছামতি দূষণ অন্যদিকে ঘাট গুলোতে যাতে পরিষ্কার পরিচ্ছন্নথাকে ও সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দিতে বিএসএফ ও পৌরসভার উদ্যোগে স্বচ্চতায় নামল। শীতের শুরুতে টাকিতে পর্যটকদের আগমন শুরু হয়েছে। ইতিমধ্যে ভারত ও বাংলাদেশ টাকির ইছামতি নদীর ভাসানকে ইউনেস্কো হেরিটেজ তকমা দিয়েছে। এই পর্যটনের উপর দেশ ও বিদেশে বহু পর্যটকরা এখানে এসে সময় কাটান। এবার টাকিকে স্বচ্ছ পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে নতুন মাত্রা দিল।
advertisement
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 14, 2023 5:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: শারদীয়া ও দীপাবলির পর টাকিতে স্বচ্ছ ভারত অভিযানে সীমান্তরক্ষী বাহিনী