Nadia News: কাঁটাতার পেরিয়ে রাশি রাশি সোনা আসে ভারতে? টহল দেওয়ার সময় বিএসএফ যা দেখল...হাতেনাতে গ্রেফতার!

Last Updated:

বিএসএফ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে টহলদারির সময় জওয়ানরা আনুমানিক প্রায় ২ কিলো ৩০০ গ্রাম ওজনের সোনার বাট সহ এক ভারতীয় পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করে।

সীমান্ত থেকে সোনার বিস্কুটসহ এক পাচারকারী গ্রেফতার
সীমান্ত থেকে সোনার বিস্কুটসহ এক পাচারকারী গ্রেফতার
ভীমপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: সীমান্তে সোনা পাচার রুখল বিএসএফ, সোনা-সহ গ্রেফতার এক ভারতীয় পাচারকারী। নদিয়ার ভীমপুর থানার মলুয়াপাড়া এলাকায় ভারত–বাংলাদেশ সীমান্তে সোনা পাচারের চেষ্টা নস্যাৎ করল বিএসএফের ৩২ নম্বর ব্যাটালিয়ন।
বিএসএফ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে টহলদারির সময় জওয়ানরা আনুমানিক প্রায় ২ কিলো ৩০০ গ্রাম ওজনের সোনার বাট সহ এক ভারতীয় পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করে। সূত্রের দাবি, বাংলাদেশি পাচারকারীরা কাঁটাতার পেরিয়ে সোনা ভারতে পাঠানোর চেষ্টা করছিল। সেই সময় সতর্ক বিএসএফ জওয়ানরা ঘটনাস্থলে অভিযান চালালে ভারতীয় পাচারকারী ধরা পড়ে। তবে বাংলাদেশি পাচারকারীরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।
advertisement
advertisement
ঘটনার পর বিএসএফ আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি, এই পাচারচক্রের সঙ্গে আর কে বা কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকার কাছাকাছি বলে বিএসএফ সূত্রে জানা গেছে।
advertisement
প্রসঙ্গত, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় দিন দিন বেড়েই চলেছে পাচারকারীদের আনাগোনা। বিশেষ করে রাতের অন্ধকারে সক্রিয় হয়ে উঠছে পাচারচক্র। স্থানীয় সূত্রে জানা গেছে, সোনার বিস্কুট, ফেনসিডিলসহ নানা ধরনের নিষিদ্ধ পণ্য পাচার হচ্ছে সীমান্ত পেরিয়ে। প্রায় প্রতিদিনই সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ও পাচারকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে।
বেশ কয়েকজন পাচারকারীকে গ্রেফতারও করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ। তবে সীমান্তবর্তী গ্রামবাসীদের অভিযোগ, পাচারচক্রের সঙ্গে স্থানীয় কিছু অসাধু ব্যক্তি ও দালাল জড়িত থাকায় এই অবৈধ ব্যবসা পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না। প্রশাসন জানিয়েছে, নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং সীমান্তবর্তী এলাকায় রাতের টহল বৃদ্ধি করা হয়েছে যাতে পাচারকারীদের দৌরাত্ম্য রোধ করা যায়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: কাঁটাতার পেরিয়ে রাশি রাশি সোনা আসে ভারতে? টহল দেওয়ার সময় বিএসএফ যা দেখল...হাতেনাতে গ্রেফতার!
Next Article
advertisement
Success Story: বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন, এখন তাঁরাই ১০০ কোটি টাকার ব্যবসা পরিচালনা করছেন
বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন, এখন তাঁদেরই ১০০ কোটি টাকার ব্যবসা !
  • বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন

  • এখন তাঁদেরই ১০০ কোটির ব্যবসা !

  • জেনে নিন তাঁদের সাফল্যের কাহিনি

VIEW MORE
advertisement
advertisement