Hooghly News:ঘুর পথে নষ্ট সময়, বেশি খরচ , বাঁশের ভাঙাচোরা সেতুতেই ঝুঁকির পারাপার খানা
- Reported by:SUVOJIT GHOSH
- hyperlocal
Last Updated:
এই সেতু পাকা হলে এলাকার হাজার হাজার মানুষ উপকৃত হবে বলে মনে করছেন খানাকুলের বাসিন্দারা।
খানাকুল: জীবন হাতের মুঠোয় নিয়ে ভাঙাচোরা বাঁশের সাঁকোয় খাল পারাপার করছে এলাকার মানুষ। আর সেই কারণে উঠছে পাকা সেতুর দাবি। এই সেতু পাকা হলে এলাকার হাজার হাজার মানুষ উপকৃত হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। একদিকে হুগলি জেলা অন্যদিকে হাওড়া জেলা। এই দুই জেলার মধ্যভাগ দিয়ে বয়ে গিয়েছে রূপনারায়ণ নদ। এই জেলা দুটির যোগাযোগের শর্টকাট মাধ্যম।এর উপর রয়েছে একটি জরাজীর্ণ ভগ্ন প্রায় বাঁশের সাঁকো, এই সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই দুটি জেলার কয়েক হাজার মানুষ পারাপার করেন। জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে গিয়ে একাধিকবার দুর্ঘটনাও ঘটেছে।
বিকল্প পথ রয়েছ কিন্তু বহু কিলোমিটার ঘুরপথ। স্বাভাবিকভাবেই এই দুটি জেলার যোগাযোগের জন্য এলাকার মানুষের কাছে হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। হুগলির খানাকুলের মারোখানা ও জগৎপুর এলাকার একাধিক কৃষক তাদের উৎপাদিত দ্রব্য এই পথেই নিয়ে যান। এমনকি হাজার হাজার মানুষ বিভিন্ন দরকারি কাজে আসেন এই পথ দিয়েই। যে কারণেই জীবন হাতের মুঠো নিয়েই এই জরাজীর্ণ ভগ্নপ্রায় বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিনই প্রায় কয়েক হাজার মানুষ পারাপার করছেন। বর্ষাকালে রূপনারায়ণে নদের ভয়াবহ বন্যায় আতঙ্কের পরিবেশ তৈরি হয় এলাকায়।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দারা জানান , ‘একপ্রকার জীবন হাতে নিয়ে এই বাঁশের সাঁকো পারাপার করতে হচ্ছে। বর্ষাকালে নদী ফুলে ফেঁপে উঠলে আরও বেশি সমস্যা হয়। তাই দ্রুত খালের উপরে কংক্রিটের সেতু তৈরি হলে অনেক উপকার হয়’।যদিও এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মন্ডল জানিয়েছেন বিষয়টি তার জানা ছিল না। তবে সাধারণ মানুষের জন্য দ্রুত এই বাঁশের সাঁকো কংক্রিটের তৈরি করার আশ্বাস দিয়েছেন সাধারণ মানুষকে।তবে প্রশ্ন দীর্ঘদিন ধরে ভগ্ন পায় বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করতো সাধারণ মানুষ কিন্তু তাহলে প্রশাসনের নজরে এলো না কেন এতদিন ধরে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
আর কেনই বা কংক্রিটের সেতু হলো না এতদিন ধরে এই প্রশ্নই তুলছেন আমজনতা।
Suvojit Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 28, 2023 5:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News:ঘুর পথে নষ্ট সময়, বেশি খরচ , বাঁশের ভাঙাচোরা সেতুতেই ঝুঁকির পারাপার খানা