Hooghly News: সুতলির গোলা আর ফাঁকা বাক্সে বোমাতঙ্ক চুঁচুড়ায়, পুলিশ ডাকল এলাকাবাসী

Last Updated:

একই দিনে চুঁচুড়ার দুই পৃথক জায়গায় বোমার আতঙ্ক। প্রথমটি সুতলি পাকানো গোলাকার বলের মতন দেখতে। দ্বিতীয়টি একেবারে বন্ধ পার্সেল এর মধ্যে অজ্ঞাত বস্তু।

+
সুতুলি

সুতুলি পাকানো অবিকল দেখতে বোমার মতন

হুগলি: একই দিনে চুঁচুড়ার দুই পৃথক জায়গায় বোমার আতঙ্ক। প্রথমটি সুতলি পাকানো গোলাকার বলের মতন দেখতে। দ্বিতীয়টি একেবারে বন্ধ পার্সেল এর মধ্যে অজ্ঞাত বস্তু। দুই ক্ষেত্রেই স্থানীয় মানুষরা বোমার আতঙ্কে ভয় ভীত হন। দু ক্ষেত্রেই পুলিশ পৌঁছায়, ঘটনাস্থল থেকে সেই সমস্ত বস্তুগুলিকে সংগ্রহ করে। ঘটনাগুলি ঘটেছে চুঁচুড়ার গোয়ালটুলি ও দু নম্বর কাপাসডাঙা এলাকায়।
মঙ্গলবার সকালে, চুঁচুড়া গোয়ালটুলি এলাকায় সুমতি সানার বাড়ির সেফটিক ট্যাঙ্কের পাশে একটি সুতলি পাকানো গোলাকার বস্তু পরে থাকতে দেখা যায়।বস্তুটি অবিকল বোমার মতন দেখতে। খবর পেয়ে লোকজন জড়ো হয়, বোমাতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয় চুঁচুড়া থানায়। প্রসঙ্গত পঞ্চায়েত নির্বাচনের পরে চুঁচুড়া আনন্দমঠ এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে একই রকম সুতুলি পাকানো গোলাকার বস্তু উদ্ধার হয়েছিল বেশ কয়েকটি। তারও আগে কোদালিয়ার নলডাঙা নারায়নপুর প্রাইমারি স্কুলের মাঠে বোমা উদ্ধার হয়েছিল।
advertisement
advertisement
হুগলি চুঁচুড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত বলেন,ওই এলাকায় রাতে বহিরাগতদের আড্ডা জমে।অসামাজিক কাজ হয়। এর আগেও অভিযোগ এসেছে। পুলিশ টহল দেয়। আমরাও ওয়ার্ড কমিটি অভিযোগ পেলে গিয়ে দেখি। ওখানে একটা জমি প্লটিং নিয়ে সমস্যা আছে। গতকালও কিছু বহিরাগত মদের আসর বসিয়ে ছিল।আজ সকালে সুতুলির গোলা পরে থাকতে দেখা যায়।চন্দননগর পুলিশের ডিসিপি ঈশানী পাল জানিয়েছেন,সুতুলি পাকানো ওই বস্তুটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে দেখা গেছে তার ভিতরে বারুদ নেই। কি কারনে ওখানে ফেলে রাখা হল তা দেখা হচ্ছে।
advertisement
দ্বিতীয় ক্ষেত্রে, দমকল কর্মির বাড়ির সামনে পার্সেল পরে থাকায় বোমাতঙ্ক চুঁচুড়ার ২ নং কাপাসডাঙায়! ঘটনাস্থলে পুলিশ। ২ নং কাপাসডাঙায় গৌতম বণিকের বাড়ির গ্যারেজের সামনে পরেছিল সিল প্যাক পার্সেলটি।গৌতম বাবু জানান,সকালে বাড়ির পরিচারিকা কাজে এসে দেখতে পান পার্সেল পরে রয়েছে। তুলে বাড়ির গেটের সামনে ধাপিতে রেখেে দেন। আমি প্রতিবেশিদের ডেকে জিজ্ঞাসা করি পার্সেলটি কার।কিন্তু কোনো দাবীদার না থাকায় পুলিশে খবর দিই।কারন পার্সেলে কি আছে জানিনা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
থানা থেকে পার্সেল উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। চুঁচুড়া থানার পুলিশ জানিয়েছে পার্সেলে কিছু ছিল না।
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: সুতলির গোলা আর ফাঁকা বাক্সে বোমাতঙ্ক চুঁচুড়ায়, পুলিশ ডাকল এলাকাবাসী
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement