Viral Wedding: দাঁড়িয়ে রইল পুলিশ, অমাবস্যার রাতে থানার কালীমন্দিরে এ কেমন বিয়ে?

Last Updated:

Viral Wedding: গত ১৯ জুন রাত্রি বেলায় কাঁকরতলা থানার অন্তর্গত ডেমুড়িয়া গ্রামে নেহা গোস্বামী নিখোঁজ হয়।

#কাঁকরতলা: থানার পুলিশকর্মীদের সাক্ষী রেখেই অমাবস্যাতে থানার কালী মন্দিরেই চার হাত এক হলো। মা-বাবাকে সঙ্গে নিয়েই বিয়ে হল বাড়ি থেকে পলাতক সাবালক-সাবালিকার। এমন ঘটনায় ঘটল বীরভূমের কাঁকরতলা থানায়।
গত ১৯ জুন রাত্রি বেলায় কাঁকরতলা থানার অন্তর্গত ডেমুড়িয়া গ্রামে নেহা গোস্বামী নিখোঁজ হয়। মেয়েকে খোঁজাখুঁজি করে না পাওয়ায় পরের দিন সকাল বেলায় নেহা গোস্বামীর বাবা প্রমোদ গোস্বামী কাঁকরতলা থানায় মেয়ের নামে একটি মিসিং ডাইরী করেন। তার পরই কাঁকরতলা থানার ওসি শামিম খানের তৎপরতায় খোঁজ শুরু হয় নেহার। খোঁজ শুরু হতেই জানা যায় ঝাড়খণ্ডের নলা থানার অন্তর্গত খ্রিস্টপুর গ্রামের অভিজিৎ ভূঁইয়ের সাথে পলাতক নেহা গোস্বামী।
advertisement
advertisement
তারা দু'জনে এক সঙ্গে পালিয়ে যায় কলকাতায়। তারপরই নেহা গোস্বামী ও অভিজিৎ ভূঁইকে কলকাতা থেকে কাঁকরতলা থানায় নিয়ে আসে কাঁকরতলা থানার পুলিশ। তার পরই তারা দু'জন ভালোবেসে নিজের ইচ্ছেই পালিয়ে যাওয়ার কথা জানাই থানায়। আর তা জানাতেই দু'জনের পরিবারকে জানানো হয় সমস্ত বিষয়টি। নেহা ও অভিজিতের বাড়িতে সেই কথা জানতেই তাদের বিয়ের সম্মতি দেয় দুই পরিবার থেকেই।
advertisement
আর ঠিক তার পরই কাঁকরতলা থানার ওসি শামিম খান ও দুই পরিবারের সদস্যদের সাক্ষী রেখে কাঁকরতলা থানার কালি মন্দিরেই বিয়ে হয় দু'জনের। বিয়ের পর তাদের শুভেচ্ছা জানান থানার কর্মীরা। নেহা গোস্বামীর বাবা প্রমোদ গোস্বামী বলেন , "১৯ জুন রাত থেকে মেয়েকে বাড়িতে পাওয়া না গেলে খোঁজাখুঁজি শুরু করি আমরা। তার পরও খুঁজে না পেলে কাঁকরতলা থানায় মেয়ের নামে একটি মিসিং ডাইরী করি। তার পরই থানার বড়োবাবু খোঁজ শুরু করলে জানতে পারি আমার মেয়ে ঝাড়খণ্ডের একটি ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছে কলকাতায়। তাদের দু'জনকে কাঁকরতলা থানায় নিয়ে আসে পুলিশ। তার পরই আমাদের ও ছেলের বাড়ির লোককে থানায় ডেকে পাঠায় পুলিশ। তার পর সমস্ত বিষয়টি আমাদের জানাতেই আমরা ও ছেলের বাড়ির লোক তাদের সম্পর্ক মেনে নিই। থানার মন্দিরে আমাদের ও থানার পুলিস কর্মীদের সামনেই বিয়ে হয় ওদের।"
advertisement
Supratim Das
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral Wedding: দাঁড়িয়ে রইল পুলিশ, অমাবস্যার রাতে থানার কালীমন্দিরে এ কেমন বিয়ে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement