Howrah News: বৃক্ষে জাপানি শিল্প কলা! শীতে আরও আকর্ষণীয় বড় আকর্ষণ, ঘুরে আসুন

Last Updated:

Howrah News: প্রায় ২০০ টি বনসাই একত্রিত করে নতুন বিভাগ বোটানিক্যাল গার্ডেন

+
বনসাই

বনসাই বিভাগ বোটানিক্যাল গার্ডেনে আরও আকর্ষণ

শিবপুর, রাকেশ মাইতি: বোটানিক্যাল গার্ডেনে বনসাই বিভাগ! বৃক্ষে জাপানি শিল্প কলার নিদর্শন হাওড়ায়। বৃহৎ বৃক্ষর রূপ ক্ষুদ্র আকারে তা হল ‘বনসাই ‘। দেশি-বিদেশি বিভিন্ন গাছকে বছরের পর বছর পরিচর্যা ধৈর্য আর শৈল্পিক কারুকার্যতায় গড়ে তোলা হয়েছে হাওড়ার বোটানিক্যাল গার্ডেনের বনসাই বিভাগ।
ব্যালকনি বারান্দা বা অফিস রুমের সৌন্দর্য বৃদ্ধি করতে বিভিন্ন গাছের সঙ্গে বনসাই ব্যবহারের রীতি বা রেওয়াজ দারুণভাবে বৃদ্ধি পেয়েছে এদেশেও। বনসাই শিল্পকর্ম সারা পৃথিবী জুড়ে দারুন সারা ফেলছে বর্তমান সময়ে। একাংশের মানুষ সৃজনশীল ভাবনায় গাছে শিল্পকর্ম ফুটিয়ে তুলছেন, আর সেই শিল্পকর্ম একশ্রেণীর মানুষ ভীষণভাবে আগ্রহ দেখাচ্ছে। এই সমস্ত জিনিস বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে। গাছের বনসাই সৌন্দর্যের ভীষণভাবে আকৃষ্ট করে মানুষের মন। এই বনসাইয়ের সৃষ্টি বা শিকড় যদি বলা যায় তা হল ‘জাপান ‘।
advertisement
advertisement
পরিবেশ রক্ষার পাশাপাশি সৌন্দর্য বৃদ্ধিতে গাছ অনন্য। বর্তমানে শুধু গাছ বাগানেই সীমাবদ্ধ নয়, অফিস ঘর থেকে মানুষের বসার জায়গা থেকে শোবার ঘর এমনকি কিচেন ঘরের এক প্রান্তেও শোভা বর্ধন করতে রাখা হচ্ছে গাছ। ফুল ফল ও বাহারি গাছের সঙ্গে এবার মানুষের পছন্দের স্থানে জায়গা করে নিয়েছে বনসাই গাছ। দিন দিন বনসাই এর প্রতি আগ্রহ বা আকর্ষণ মানুষের ভীষণভাবে বাড়ছে। সেই আগ্রহকে গুরুত্ব দিয়েই আচার্য জগদীশচন্দ্র বোস ভারতীয় উদ্ভিদ উদ্যানে এবার প্রায় ২০০ শত বনসাই, প্রায় ১০০ প্রজাতি এবং ৩০ পরিবার গোত্রীয় গাছ সম্ম্যায়ে বোটানিক্যাল গার্ডেনে গড়ে উঠেছে বনসাই বিভাগ।
advertisement
যেখানে স্থান পেয়েছে বট অশ্বত্থ পাকুড় তেঁতুল, বিলেতি তেঁতুল, কোকো, বাওবাব, ফাইকাশ সহ বিভিন্ন গাছ রয়েছে। বোটানিক্যাল গার্ডেনের অফিস বিল্ডিং সংলগ্ন চরক উদ্যান ও বোনজ ফলের বাগানের সামনে গড়ে তোলা হয়েছে এই বনসাই বিভাগ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: বৃক্ষে জাপানি শিল্প কলা! শীতে আরও আকর্ষণীয় বড় আকর্ষণ, ঘুরে আসুন
Next Article
advertisement
Mamata Banerjee: খসড়া তালিকায় বাদ যাওয়া নাম কীভাবে ফিরবে চূড়ান্ত তালিকায়? শুনানির আগে তৃণমূলের বিএলএ-দের ৮ টোটকা মমতার
খসড়া তালিকায় বাদ যাওয়া নাম ফেরাতে কী করণীয়? তৃণমূলের বিএলএ-দের ৮ দফা নির্দেশ মমতার
  • খসড়া তালিকায় বাদ যাওয়া নাম ফেরাতে ভোটারদের কীভাবে সাহায্য?

  • তৃণমূলের বিএলএ-দের একগুচ্ছ নির্দেশ মমতার৷

  • বহিরাগতদের উপরে নজর রাখারও নির্দেশ৷

VIEW MORE
advertisement
advertisement