Kali Puja: কালীপুজোর ভাসানে বাজির বদলে বোমা? শোভাযাত্রা থেকে ছোঁড়া বোমায় ভেঙে গেল জানলার কাঁচ, তারপর
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Kali Puja: বাড়ির সামনে বোমা ফাটানো হয়েছে বলে আতঙ্কিত পরিবার দাবি করলেও সেটা বোমা না অন্য কোন বাজি তার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
কলকাতা: কালী পুজোর বিসর্জন থেকেই বোমাবাজি, বোমাবাজি জেরে ভাঙলো বাড়ির দরজা ও জানলা কাচ, আতঙ্কে পরিবার। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের ঘটনা। রাজপুর সোনারপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গড়িয়া নবগ্রাম ঝিল রোডের পাশেই বাড়ি সিদ্ধার্থ অধিকারীর।
সিদ্ধার্থ বাবুর পরিবারের অভিযোগ, রাত সাড়ে দশটা নাগাদ কালীপুজোর একটি শোভাযাত্রা যাচ্ছিল, হঠাৎই প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা বাড়ি, সঙ্গে বিকট শব্দ। তারপরেই তাঁরা বাইরে এসে দেখেন বাড়ির সামনের দরজা ও জানলার কাচ ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। বেশ কিছু কাঁচের টুকরো বারান্দা ও ঠাকুর ঘরের দালানেও পড়েছে। বাড়ির সামনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমার সুতুলি।
advertisement
advertisement
রাতে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করে অধিকারী পরিবার। কি কারণে বা কি উদ্দেশ্যে বাড়ির সামনে বোমাবাজির ঘটনা ঘটলো তা নিয়ে ধন্দ্বে রয়েছে আতঙ্কিত অধিকারী পরিবার। বাড়ির সামনে বোমা ফাটানো হয়েছে বলে আতঙ্কিত পরিবার দাবি করলেও সেটা বোমা না অন্য কোন বাজি তার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
advertisement
Arpan Mondal
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 05, 2024 12:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja: কালীপুজোর ভাসানে বাজির বদলে বোমা? শোভাযাত্রা থেকে ছোঁড়া বোমায় ভেঙে গেল জানলার কাঁচ, তারপর