Kali Puja: কালীপুজোর ভাসানে বাজির বদলে বোমা? শোভাযাত্রা থেকে ছোঁড়া বোমায় ভেঙে গেল জানলার কাঁচ, তারপর

Last Updated:

Kali Puja: বাড়ির সামনে বোমা ফাটানো হয়েছে বলে আতঙ্কিত পরিবার দাবি করলেও সেটা বোমা না অন্য কোন বাজি তার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

কালীপুজোর ভাসানে বোমাবাজি - Photo- File
কালীপুজোর ভাসানে বোমাবাজি - Photo- File
কলকাতা: কালী পুজোর বিসর্জন থেকেই বোমাবাজি, বোমাবাজি জেরে ভাঙলো বাড়ির দরজা ও জানলা কাচ, আতঙ্কে পরিবার। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের ঘটনা। রাজপুর সোনারপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গড়িয়া নবগ্রাম ঝিল রোডের পাশেই বাড়ি  সিদ্ধার্থ অধিকারীর।
সিদ্ধার্থ বাবুর পরিবারের অভিযোগ, রাত সাড়ে দশটা নাগাদ কালীপুজোর একটি শোভাযাত্রা যাচ্ছিল, হঠাৎই প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা বাড়ি, সঙ্গে বিকট শব্দ। তারপরেই তাঁরা বাইরে এসে দেখেন বাড়ির সামনের দরজা ও জানলার কাচ ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। বেশ কিছু কাঁচের টুকরো বারান্দা ও ঠাকুর ঘরের দালানেও পড়েছে। বাড়ির সামনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমার সুতুলি।
advertisement
advertisement
রাতে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করে অধিকারী পরিবার। কি কারণে বা কি উদ্দেশ্যে বাড়ির সামনে বোমাবাজির ঘটনা ঘটলো তা নিয়ে ধন্দ্বে রয়েছে আতঙ্কিত অধিকারী পরিবার। বাড়ির সামনে বোমা ফাটানো হয়েছে বলে আতঙ্কিত পরিবার দাবি করলেও সেটা বোমা না অন্য কোন বাজি তার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
advertisement
Arpan Mondal
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja: কালীপুজোর ভাসানে বাজির বদলে বোমা? শোভাযাত্রা থেকে ছোঁড়া বোমায় ভেঙে গেল জানলার কাঁচ, তারপর
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement