Bakkhali tornedo: সমুদ্রে টর্নেডোর কবলে পড়ে ট্রলারডুবির ঘটনা! উদ্ধার মৎস্যজীবীর নিথর দেহ

Last Updated:

Fisherman death: টর্নেডোর কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় উদ্ধার হল শেষ মৎস্যজীবীর নিথর দেহ। মৃত মৎস্যজীবীর নাম পাদুরি দাস। বকখালি থেকে আরও গভীর সমুদ্রে ওই মৎস্যজীবীর দেহ ভাসছিল।

সাগরে ডুবন্ত ট্রলার 
সাগরে ডুবন্ত ট্রলার 
দক্ষিণ ২৪ পরগনা: টর্ণেডোর কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় উদ্ধার হল শেষ মৎস্যজীবীর নিথর দেহ। মৃত মৎস্যজীবীর নাম পাদুরি দাস। বকখালি থেকে আরও গভীরে সমুদ্রে ওই মৎস্যজীবীর দেহ ভাসছিল।
ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ সেই দেহ উদ্ধার করে নামখানা ব্লক হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। বুধবার মৃতদেহেহের ময়নাতদন্ত করা হবে কাকদ্বীপ মহাকুমা হাসপাতালের মর্গে। এদিকে ট্রলারডুবির ঘটনায় ৮ মৎস্যজীবীর দেহ মিললেও পাদুরি দাসের দেহ পাওয়া যাচ্ছিল না। ধারণা করা হচ্ছিল ঘুমন্ত অবস্থায় ট্রলারের মধ্যে থেকে ছিটকে বেরিয়ে যায় ওই মৎস্যজীবী। তারপর ওই মৎস্যজীবীর সলিল সমাধি ঘটে।
advertisement
advertisement
ফলে এক এক করে যখন দেহগুলি আসছিল। তখন পাদুরি দাসের দেহ না আসায় কান্নায় ভেঙে পড়েছিল ওই মৎস্যজীবীর পরিবারের লোকজন। বর্তমানে দেহ মিলতেই খবর দেওয়া হয়েছে নিখোঁজ মৎস্যজীবীর পরিবারের সদস্যদের।
advertisement
উল্লেখ্য গত শুক্রবার ভোর রাতে সামুদ্রিক ঝড়ের মধ্যে পড়ে এফবি বি গোবিন্দ ট্রলার উল্টে যায়। সেই ঘটনায় ৮ জনের মৃতদেহ উদ্ধার হয় ট্রলারের কেবিন থেকে। মোট ১৭ জন মৎস্যজীবী ছিলেন ওই ট্রলারে। বাকি ৬ জনকে অবশ্য জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। তাঁরাও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bakkhali tornedo: সমুদ্রে টর্নেডোর কবলে পড়ে ট্রলারডুবির ঘটনা! উদ্ধার মৎস্যজীবীর নিথর দেহ
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement