জঙ্গি বিরোধী অপারেশানের চলার সময় থেকেই নিখোঁজ ছিলেন... দেহ মিলল সেনা জওয়ানের
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
অনন্তনাগে অপারেশানের সময় নিখোঁজ সুজয় ঘোষের দেহ বরফের নিচে উদ্ধার হয়. রাজৌরিতে নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের গুলির লড়াই চলছে, তল্লাশি অব্যাহত.
বীরভূম, সুপ্রতীম দাস: কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি বিরোধী অপারেশানের চলার সময় সোমবার থেকে নিখোঁজ ছিল সেনা জওয়ান সুজয় ঘোষ। তাঁর বাড়ি বীরভূমের রাজনগরের কুন্ডিরা গ্রামে। আজ পাহাড়ের বরফের ভিতর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পরিবারকে আজ ফোন করে সে কথা জানানো হয় সেনাবাহিনীর তরফে। তবে জঙ্গীদের গুলিতে মৃত্যু নাকি বরফ চাপা পড়ে মৃত্যু তা এখনও স্পষ্ট নয়।
ফের গুলির লড়াই উপত্যকায়। মঙ্গলবার জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই শুরু হয় জম্মু-কাশ্মীরের রাজৌরিতে। সূত্রের খবর ছিল, ওই এলাকায় কয়েক জন জঙ্গি আত্মগোপন করে রয়েছে।
advertisement
মঙ্গলবার রাতে রাজৌরি জেলার কান্দির বীরানথাব এলাকায় ঘটনাটি ঘটে। শুরু হয় গুলির লড়াই। এলাকায় কতজন জঙ্গি লুকিয়ে রয়েছে, তা জানতে তল্লাশি চলছে। জম্মু পুলিশের আইজি জানিয়েছেন, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযান চলছে মঙ্গলবার রাত থেকেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 10, 2025 8:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জঙ্গি বিরোধী অপারেশানের চলার সময় থেকেই নিখোঁজ ছিলেন... দেহ মিলল সেনা জওয়ানের