স্কুলের ভিতর থেকে অনেকক্ষণ ধরেই আসছিল একটা পচা গন্ধ... সাইকেলের গুদামেই দেখা গেল সেই সাংঘাতিক... আতঙ্কে ভয়ে কাঁটা এলাকাবাসী
- Published by:Rachana Majumder
- local18
Last Updated:
নকশালবাড়ি নন্দপ্রসাদ বালিকা বিদ্যালয়ের ভিতরে মৃতদেহ উদ্ধার ঘিরে ছড়াল চাঞ্চল্য। স্কুলে সবুজ সাথীর সাইকেল রাখা গুদামের ভিতর থেকে পচা গন্ধ পেয়ে এদিন মৃতদেহ নজরে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নকশালবাড়ি থানার পুলিশ। তুমুল চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।
বিশ্বজিৎ মিশ্র, নকশালবাড়ি: স্কুলের ভিতর পড়ে আছে মৃতদেহ। সবুজ সাথীর সাইকেল রাখা গুদামের ভিতর কীভাবে মৃতদেহ উদ্ধার হল মৃতদেহটি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নকশালবাড়িতে। তদন্ত শুরু করেছে পুলিশ।
নকশালবাড়ি নন্দপ্রসাদ বালিকা বিদ্যালয়ের ভিতরে মৃতদেহ উদ্ধার ঘিরে ছড়াল চাঞ্চল্য। স্কুলে সবুজ সাথীর সাইকেল রাখা গুদামের ভিতর থেকে পচা গন্ধ পেয়ে এদিন মৃতদেহ নজরে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নকশালবাড়ি থানার পুলিশ। তুমুল চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। যদিও এ নিয়ে পড়াশোনায় ব্যাঘাত না ঘটলেও পড়ুয়াদের মধ্যে চাপা আতঙ্ক সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে স্কুলে ভিতর কীভাবে এল মৃতদেহ? অন্যদিকে সূত্রে খবর, সবুজ সাথীর সাইকেল চুরি করতেই স্কুলে বিদ্যুৎ পৃষ্ট হয়ে এই মৃত্যু। ঘটনার পর বন্ধ রাখা হয়েছে স্কুলের প্রবেশ পথ।
advertisement
advertisement
গতকাল রবিবার থাকায় আজ স্কুল খোলার পর এই গন্ধ ছড়িয়ে পড়তেই মৃতদেহ নজরে এসেছে। ঘটনার তদন্তে ইতিমধ্যে জলপাইগুড়ি থেকে ফরেন্সিক টিম আসার কথা। তদন্তের সাপেক্ষে বন্ধ করা হয়েছে স্কুলের দরজা। স্থানীয় পঞ্চায়েত সদস্য জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 01, 2025 2:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্কুলের ভিতর থেকে অনেকক্ষণ ধরেই আসছিল একটা পচা গন্ধ... সাইকেলের গুদামেই দেখা গেল সেই সাংঘাতিক... আতঙ্কে ভয়ে কাঁটা এলাকাবাসী