Boat Race: নেই খেলার মাঠ! জল ঘেরা এলাকায় আনন্দ দেয় নৌকা নিয়ে বাইচ প্রতিযোগিতা
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
মুঠো ফোন ছেড়ে গ্রামের পরম্পরা মেনে ৫৬ বছর ধরে চলে আসছে নৌকা-বাইচ। হরিহরপাড়া থানার খিদিরপুর বালুর মাঠ পড়াতে ভৈরব নদীতে এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয় । এই নৌকা বাইচ উপলক্ষে গ্রামে মেলা বসে।
মুর্শিদাবাদ: মুঠো ফোন ছেড়ে গ্রামের পরম্পরা মেনে ৫৬ বছর ধরে চলে আসছে নৌকা-বাইচ। হরিহরপাড়া থানার খিদিরপুর বালুর মাঠ পড়াতে ভৈরব নদীতে এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয় । এই নৌকা বাইচ উপলক্ষে গ্রামে মেলা বসে। এক সময় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে অনেক দূর থেকে নৌকা নিয়ে বহু মানুষ আসে । আশপাশের বহু গ্রামের মানুষের নদীর দু’পাড়ে নৌকা বাইচ দেখতে ভিড় জমায় । গ্রামের ঐতিহ্য বজায় রাখতে তাঁরাই মূলত এই বাইচে অংশগ্রহণ করেন ।
মুলত প্রাচীন প্রতিযোগিতা হল নৌকা বাইচ। নৌকাবাইচ হল নদীতে নৌকা চালনার প্রতিযোগিতা। তবে এখানে দাঁড় টানার কসরত ও নৌকা চালনার কৌশল দ্বারা বিজয় লাভের লক্ষ্যে আমোদ-প্রমোদমূলক প্রতিযোগিতা বোঝায়। একদল মাঝি নিয়ে একেকটি দল গঠিত হয়। এমন অনেকগুলো দলের মধ্যে নৌকা দৌড় বা নৌকা চালনা প্রতিযোগিতাই হল নৌকা বাইচ।
advertisement
advertisement
ক্লাবের সদস্যরা জানান, এই এলাকায় ক্রিকেট ও ফুটবল খেলার মাঠ নেই, এই এলাকা নদী কেন্দ্রিক এলাকা তাই আমরা নদীতে জল কমার সঙ্গে সঙ্গে ডিঙি বাইচের প্রতিযোগিতা করে এলাকার মানুষজনদের মনোরঞ্জন দেওয়া হয়। আজকের এই প্রতিযোগিতায় নদীকেন্দ্রিক এলাকার ছোট, বড় ও ডিঙি নৌকা নিয়ে বিভিন্ন প্রতিযোগী তারা অংশগ্রহণ করে।
advertisement
এই খেলায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদেরকে ক্লাবের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। এই নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে নদীর দুই ধারে ভিড় জমিয়ে ছিল এলাকার মানুষজনেরা।
নৌকা বাইচ দেখতে নদীর দুপাড়ে, আশপাশের বাড়ির ছাদ, গাছের ডালে, ব্রিজের রেলিংয়ে উঠে হাজারো মানুষ এ প্রতিযোগিতা উপভোগ করেন।
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
October 16, 2024 3:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Boat Race: নেই খেলার মাঠ! জল ঘেরা এলাকায় আনন্দ দেয় নৌকা নিয়ে বাইচ প্রতিযোগিতা