গোসাবা থেকে গদখালি আসছিল ভুটভুটি, মাঝনদীতে যা হল...! জলে লাফ বহু আতঙ্কিত যাত্রীর
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Boat Accident: অনেক যাত্রী ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়েন, মাঝ নদীতে ভুটভুটি থেকে লাফও দেন অনেকে
গোসাবা, দক্ষিণ ২৪ পরগনা, অনুপ বিশ্বাসঃ মাঝনদীতে বিপর্যয়! চড়ায় আটকে গেল যাত্রীবোঝাই ভুটভুটি। সোমবার বিকেলে গোসাবা ও বাসন্তীর গদখালির মধ্যে বিদ্যাধরী নদীতে খেয়া পারাপারের সময় ঘটনাটি ঘটে। গোসাবা থেকে গদখালি আসার পথে দুর্ঘটনার কবলে পড়ে ভুটভুটিটি। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
জানা যাচ্ছে, সেই সময় নদীতে জল কম থাকলেও মারাত্মক স্রোত ছিল। বিষয়টি অন্যান্য ভুটভুটির মাঝিদের নজরে আসতেই তাঁরা উদ্ধারের জন্য এগিয়ে যান। কিন্তু ততক্ষণে অনেক যাত্রীই ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেকে মাঝনদীতে ভুটভুটি থেকে লাফও দিয়েছেন। তাঁদের অত্যন্ত দ্রুততার সঙ্গে অন্য ভুটভুটিতে তুলে নেওয়া হয়।
আরও পড়ুনঃ বাঁশ আর হাতের কারুকার্য, দিনে ৫০০-১০০০ টাকা আয়! ঘরে বসে উপার্জনের নয়া দিশা দেখাচ্ছেন হস্তশিল্পীরা
দীর্ঘ প্রায় আধ ঘণ্টার প্রচেষ্টায় উদ্ধার হন সকলেই। তবে এদিনের এই ঘটনায় মৃত্যুকে কার্যত সামনে থেকে দেখলেন বলে দাবি যাত্রীদের। ভুটভুটিতে অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণেই নদীর চড়ায় আটকে গিয়েছিল বলে দাবি স্থানীয়দের।
advertisement
advertisement
প্রশাসনের নাকের ডগায় প্রতিনিয়ত গোসাবা ও গদখালির মধ্যে খেয়া পারাপারে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ উঠছে। এদিনও সেই কারণেই দুর্ঘটনার কবলে পড়তে পড়তে বাঁচলেন যাত্রীরা। ঘটনার সময়ের ছবি এই মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 09, 2025 11:00 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গোসাবা থেকে গদখালি আসছিল ভুটভুটি, মাঝনদীতে যা হল...! জলে লাফ বহু আতঙ্কিত যাত্রীর