Explosion in School: উচ্চমাধ্যমিক পরীক্ষার পরই হঠাত্ বিকট শব্দ! বিস্ফোরণে কেঁপে উঠল ভাঙড় হাইস্কুল, ঘটনায় তীব্র আতঙ্ক
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:SUMAN SAHA
Last Updated:
ভাঙ্গর হাইস্কুলে বিস্ফোরণের আতঙ্কে কেঁপে উঠল। উচ্চমাধ্যমিকের পরীক্ষা শেষ হওয়ার পরই বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে ভাঙড় হাই স্কুল
দক্ষিণ ২৪ পরগনা: বিস্ফোরণের আতঙ্কে কেঁপে উঠল ভাঙ্গড় হাইস্কুল।উচ্চমাধ্যমিকের পরীক্ষা শেষ হওয়ার পরই বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে ভাঙড় হাই স্কুল। ভাঙ্গড় হাই স্কুলে এবারে কাঁঠালিয়া হাই স্কুল ও কারবালা হাই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে।
এদিন স্কুলের বাথরুম থেকে প্রচণ্ড আওয়াজ আসে বলে খবর। ঘটনাস্থল থেকে বোমার সুতুলি উদ্ধার করেছে পুলিশ। স্কুলের মধ্যে এমন ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য।ঘটনায় স্কুলের ছাত্র থেকে শিক্ষক ও অভিভাবকরা সকলেই আতঙ্কিত। উচ্চমাধ্যমিকের পর স্কুলে শুরু হয়েছে একাদশ শ্রেণির পরীক্ষা।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ হওয়ার ১০ মিনিট পর স্কুলের ভিতর থেকে একটি ভীষণ জোরে শব্দ হয়। আর এর ফলে স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক-শিক্ষিকরা আতঙ্কিত হয়ে পড়ে।
ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসে ভাঙ্গড় থানার পুলিশ। কি ধরনের আওয়াজ আদৌ কি ভিতরে কোন রকম বোম মজুদ করা ছিল তার তদন্তেশুরু করেছে ভাঙড় থানার পুলিশ।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 27, 2024 5:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Explosion in School: উচ্চমাধ্যমিক পরীক্ষার পরই হঠাত্ বিকট শব্দ! বিস্ফোরণে কেঁপে উঠল ভাঙড় হাইস্কুল, ঘটনায় তীব্র আতঙ্ক