Suvendu Adhikari: শুভেন্দুর বাড়িতে যাচ্ছেন সুকান্ত মজুমদার, লক্ষ্মীপুজোয় সরগরম কাঁথি! কারণ কী?

Last Updated:

Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর বাড়ির লক্ষ্মীপুজোয় অংশ নিতে যাবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

শুভেন্দু সাক্ষাতে সুকান্ত
শুভেন্দু সাক্ষাতে সুকান্ত
#হলদিয়া: বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রবিবার বিকেল চারটে নাগাদ শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জে যাবেন। বিজেপির রাজ্য সভাপতি শুভেন্দুর বাড়ির লক্ষ্মী পুজোর অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গিয়েছে। এর আগে নানা সময়েও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও গিয়েছেন শান্তিকুঞ্জে। এবার শুভেন্দুর বাড়ির লক্ষ্মীপুজোয় অংশ নিতে যাবেন বর্তমান রাজ্য সভাপতিও।
এদিকে, ভাই সৌমেন্দু অধিকারীকে পুলিশের জেরা প্রসঙ্গে ফুঁসে উঠেছেন দাদা শুভেন্দু অধিকারী। পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে এনেছেন বিরোধী দলনেতা। তাঁর দাবি, কলকাতা হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেল বলেছিলেন যে, দু’ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদ করতে পারবেন না, সেখানে কাঁথি থানার তদন্তকারীরা দশ ঘন্টারও বেশি সময় থানায় কার্যত আটকে রাখেন সৌমেন্দু অধিকারীকে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও রীতিমতো ফুঁসে ওঠেন শুভেন্দু।
advertisement
advertisement
শুভেন্দু বলেন, 'রাজনৈতিক প্রতিহিংসা থেকে মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করছেন উনি। কিন্তু কিছু করতে পারবেন না। মুখ্যমন্ত্রীকে সুদে আসলে সব ফিরিয়ে দেবে শুভেন্দু অধিকারী'। ভাই সৌমেন্দুর সঙ্গে যে ‘অন্যায় অবিচার করেছে কাঁথি থানার পুলিশ’, তা বেআইনি দাবি করে রীতিমতো হুঁশিয়ারির সুরে শুভেন্দু বলেন, ‘‘আইন আদালত মানে না এই সরকার। আদালত খুললেই এ ব্যাপারে আদালতের দ্বারস্থ হব। এর আগেও বহুবার পুলিশ ও সরকারের মুখ পুড়েছে। ফের পুড়বে। অপেক্ষা করুন’’।
advertisement
প্রসঙ্গত, শুক্রবার কাঁথি পুলিশের কাছে হাজিরা দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। যদিও সৌমেন্দু অধিকারীর সুপ্রিম কোর্টের রক্ষাকবচ রয়েছে। শীর্ষ আদালত আগেই জানিয়েছে, পুলিশ তদন্ত করতে পারবে, কিন্তু গ্রেফতার করতে পারবে না'। কাঁথি পুরসভার দু’বারের পুরপ্রধান ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari: শুভেন্দুর বাড়িতে যাচ্ছেন সুকান্ত মজুমদার, লক্ষ্মীপুজোয় সরগরম কাঁথি! কারণ কী?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement