Firhad Hakim: রাজস্থানকেও এবার হার মানাবে কলকাতা! কোন ক্ষেত্রে? কার্নিভাল শেষে জানালেন ফিরহাদ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Firhad Hakim: ফিরহাদ হাকিমের সংযোজন, ''আগের বছর পুজোতে ৪০ হাজার কোটি টাকার ব্যবসা ছিল। ৫ বছরের মধ্যে ১ লক্ষ কোটি টাকা হবে।''
#কলকাতা: প্রতি বছরের মতো এবারেও রেড রোডে অনুষ্ঠিত হলো দুর্গা পুজো কার্নিভাল ২০২২। শহরের নাম করা পুজোগুলির সঙ্গে সব মিলিয়ে ৯৪টি ক্লাব এই বছর এই কার্নিভালে অংশগ্রহণ করেছিল। সেখানে যেমন আমন্ত্রিত ছিলেন ইউনেস্কোর প্রতিনিধিরা, তেমনই এসেছিলেন বহু বিদেশি অতিথি। আর সেই সূত্রেই কার্নিভালের সাফল্যের কথা শোনালেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, ''এবার বিদেশি পর্যটক আসা শুরু হল, এটা প্রচার হলে আরও আসবে। এরপর বিদেশি পর্যটক এত আসবে রাজস্থানকে হার মানাবে।''
ফিরহাদের সংযোজন, ''আগের বছর পুজোতে ৪০ হাজার কোটি টাকার ব্যবসা ছিল। ৫ বছরের মধ্যে ১ লক্ষ কোটি টাকা হবে। ৫০ হাজার কোটি পুজোর কেনাকাটা আর ৫০ হাজার কোটি টাকা পর্যটন থেকে আসবে। বাংলায় দুর্গাপুজোকে কেন্দ্র করে এত বড় শো অ্যান্ড আর্ট কালচার দেখিনি, প্রচুর বিদেশি পর্যটক বলছিল। এই কার্নিভাল পৃথিবীর সব থেকে বড়। কারণ আজ কয়েক লক্ষ এলেন, আবার বিভিন্ন মাধ্যমে অনেকে দেখেছেন। তাই এতবড় কার্নিভাল যে আর নেই, আবার তা প্রমাণ করল।''
advertisement
advertisement
প্রায় পাঁচ ঘণ্টা চলে পুজোর কার্নিভাল। বিকেল ৪ টে ৩০ মিনিট নাগাদ শুরু হয়েছিল। যখন শেষ হল তখন ঘড়ির কাঁটা ৯ টা ১০ মিনিট পেরিয়ে গিয়েছে। সেখানেই এবার ডান্ডিয়া খেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে নেমে সৌমিতৃষা কুণ্ডু, জুন মালিয়া, শুভ্রা চক্রবর্তীদের সঙ্গে ডান্ডিয়া খেললেন মুখ্যমন্ত্রী। কচিকাঁচাদের হাতে তুলে দেন উপহারও। শুধু তাই নয়, নাগাড়াও বাজান মুখ্যমন্ত্রী। অনেকক্ষণ পর মূল মঞ্চ থেকে নেমে নাগাড়া বাজান তিনি।
advertisement
প্রতি বছর পুজো শেষে এই কার্নিভ্যালের প্রতি একটা বাড়তি আকর্ষণ তৈরি হয়েছে কলকাতা ও সংলগ্ন অঞ্চলের মানুষজনেরা। এ যেন ‘শেষ হয়েও হইল না শেষ’। ২০১৯-এর পর দু’বছর কোভিডের জন্য এই মেগা কার্নিভাল আয়োজন করা যায়নি। তাই এবারের কার্নিভাল ঘিরে জাঁকজমক ছিল অনেক বেশি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 09, 2022 9:19 AM IST