নিষেধাজ্ঞা স্বত্ত্বেও রামনবমীতে চলল অস্ত্র হাতে মিছিল
Last Updated:
প্রশাসনের নিষেধাজ্ঞাকে তুড়ি মেরে উড়িয়ে অস্ত্র হাতে মিছিলে হাঁটলেন বিজেপি কর্মী সমর্থেকেরা ৷ খড়গপুরে তলোয়ার হাতে ঘুরলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ৷
#খড়গপুর: প্রশাসনের নিষেধাজ্ঞাকে তুড়ি মেরে উড়িয়ে অস্ত্র হাতে মিছিলে হাঁটলেন বিজেপি কর্মী সমর্থেকেরা ৷ খড়গপুরে তলোয়ার হাতে ঘুরলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ৷ খড়গপুরেই বেশ কয়েকটি আখড়া ঘুরলেন তিনি ৷
দিলীপ ঘোষ বলেন, ‘রামনবমীতে অস্ত্র মিছিল হবেই ৷ প্রশাসন যতই ব্যবস্থা নিক ৷ অস্ত্র মিছিল আটকাতে পারবে না ’৷ তবে শুধু রামমন্দিরেই নয়, খড়গপুরের সর্বত্রই চলছে রামের পুজো ৷ গেরুয়া পতাকায় ঢেকে গিয়েছে গোটা এলাকা ৷
advertisement
advertisement
হাওড়ার শিবপুরের কাজিপাড়া থেকে কয়েকহাজার বিজেপি সমর্থকেরা অস্ত্র হাতে মিছিল করলেন ৷ তবে, কোনও অপ্রীতিকর পরিস্থিতির খবর মেলেনি ৷
অন্যদিকে, পুরুলিয়াতে অস্ত্র হাতে মিছিলে হাঁটলেন উদ্যোক্তারা ৷ সেই মিছিলে অস্ত্র হাতে শিশুদেরকেও দেখা গিয়েছে ৷ বজরং দলের মিছিল পুরুলিয়া সদর থানার সামনেই। অস্ত্র হাতে তারস্বরে মাইক বাজিয়ে নাচের তালে মিছিল শহরে বিভিন্ন জায়গায়। পুরুলিয়া শহরের সব জায়গায় পুলিশ মোতায়েন থাকলেও বাজরং দলের মিছিল আটকানোর তেমন উদ্যোগ চোখে পড়েনি। কার্যত পুরুলিয়া শহরের দখল নিয়ে নেয় বজরং দল। শহরের পাশাপাশি জেলার বিভিন্ন গ্রামেও এদিন মিছিল করে বজরং দল। পুরুলিয়ার পাশাপাশি শিলিগুড়িতেও তলোয়ার হাতে রামনবমী মিছিলে হাঁটলেন অনেকেই ৷
advertisement
আরও পড়ুন: রবিবার বিকেলে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর
এতদিন রামনবমী মিছিল হলেও সেই মিছিলে কখনও অস্ত্র ব্যবহার করা হত না ৷ কিন্তু গতবার থেকে শুরু হয়েছে সেই ধারা। বীরভূমের সিউড়ির হিন্দু জাগরণ মঞ্চ থেকে অস্ত্রমিছিলের সূত্রপাত হয় ৷ রীতি মেনে এবারও রামনবমী মিছিল বের হলেও সেখানে অস্ত্র ছাড়াই মিছিলে হাঁটছেন উদ্যোক্তারা ৷
advertisement
লক্ষ্য পঞ্চায়েত ভোট ৷ তাই রামনবমীতেই ইস্যু করে রাজনৈতিক তরজা তুঙ্গে ৷ এতদিন অবধি বিজেপি কর্মী সমর্থকেরাই রামনবমীর মিছিলে হাঁটতেন ৷ কিন্তু এবার পঞ্চায়েত ভোটে রাজ্যে সাধারণ মানুষের ভোট দখল করতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূলও ৷ কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জায়গায় রামনবমীর মিছিলে হাঁটলেন তৃণমূল কর্মীরা ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 25, 2018 2:07 PM IST