রবিবার বিকেলে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর
Last Updated:
রামনবমীর মিছিল ঘিরে শহরে উত্তাপের পারদ চরছে ৷ অন্যদিকে, দিনের বেলায় রোদের তাপে রাস্তায় টেকাও দায় হয়ে গিয়েছে ৷ কিন্তু এর মাঝেই খুশির খবর শোনাল হাওয়া অফিস ৷
#কলকাতা: রামনবমীর মিছিল ঘিরে শহরে উত্তাপের পারদ চরছে ৷ অন্যদিকে, দিনের বেলায় রোদের তাপে রাস্তায় টেকাও দায় হয়ে গিয়েছে ৷ কিন্তু এর মাঝেই খুশির খবর শোনাল হাওয়া অফিস ৷ রবিবার বিকেলে কলকাতায় ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ সারাদিন আকাশ মেঘলা থাকবে ৷ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি ৷
গত সপ্তাহখানেক ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। ইতিমধ্যে ঝড়-বৃষ্টি হয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়ায়। শনিবার বিকেলেও দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টি হয় ৷
Location :
First Published :
March 25, 2018 9:37 AM IST