ভাটপাড়া পুরসভা দখল করল বিজেপি
Last Updated:
তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দিলেন ৮ কাউন্সিলর৷ যার নির্যাস, ভাটপাড়া পুরসভা দখল করে নিল বিজেপি৷ ভাটপাড়া পুর এলাকার ৩৪টির মধ্যে ১৯টি ওয়ার্ড দখল করল বিজেপি৷ ফল বিজেপি সংখ্যাগরিষ্ঠ৷
#ভাটপাড়া: তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দিলেন ৮ কাউন্সিলর৷ যার নির্যাস, ভাটপাড়া পুরসভা দখল করে নিল বিজেপি৷ ভাটপাড়া পুর এলাকার ৩৪টির মধ্যে ১৯টি ওয়ার্ড দখল করল বিজেপি৷ ফল বিজেপি সংখ্যাগরিষ্ঠ৷
বিধানসভা উপনির্বাচনেও ভাটপাড়ায় জিতেছে বিজেপি৷ তৃমমূল প্রার্থী মদন মিত্রকে হারিয়েছেন অর্জুন সিংয়ের ছেলে পবন সিং৷ তিনি পবন সিংয়ের কাছে পরাজিত হলেন ৩৬ হাজারেরও বেশি ভোটে। অর্জুন সিংয়ের কাছেই হার মানতে হয়েছে হেভিওয়েট মদন মিত্রকে।
লোকসভা ভোটের আগে ভাটপাড়া কেন্দ্রের তৃণমূল বিধায়ক অর্জুন সিং দলবদল করে যোগ দেন বিজেপিতে। তাঁকেই প্রার্থী করে বিজেপি। বারাকপুর কেন্দ্র থেকে তিনি বিজেপির প্রার্থী হওয়ায় ভাটপাড়া কেন্দ্রের উপনির্বাচন। এই উপনির্বাচনে বিজেপির প্রার্থী হন অর্জুন-পুত্র পবন সিং। তাঁর বিরুদ্ধে মদন মিত্রকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস।
advertisement
advertisement
আরও ভিডিও: কী ভাবে বাংলায় বাড়ল বিজেপি, দেখুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 28, 2019 2:52 PM IST