তৃণমূলে যোগ দিলেন বিজেপি প্রার্থী
Last Updated:
#কোলাঘাট: বিজেপির প্রতীক নিয়ে শান্তিপুর-১ গ্রামপঞ্চায়েতের শান্তিপুর গ্রামে প্রার্থী হয়েছেন মীনা ভৌমিক । শনিবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষদিন । শেষদিনে মনোনয়ন প্রত্যাহার না করেই শনিবার রাতে তৃণমূলের উন্নয়নের কাজে সামিল হওয়ার জন্য তৃণমূলে যোগদান করেন শান্তিপুরের বিজেপি প্রার্থী মীনা ভৌমিক, স্বামী রবীন্দ্রনাথ ভৌমিক সহ তার অনুগামীরা । শনিবার রাতে তাদের হাতে দলীয় প্রাতাকা তুলে দেন শান্তিপুর - ১ এর নৃণমূল নেতা সেলিম আলি । শান্তিপুর -১ গ্রামপঞ্চায়েতের ১৩ নম্বর আসনে তৃণমূল প্রার্থী উমা তুং এর প্রতিদ্বন্দ্বী হয়েছিলেন বিজেপি প্রার্থী মীনা ভৌমিক ৷ কিন্তু শাসকদল তৃণমূলের উন্নয়ন যঞ্জে সামিল হওয়ার জন্য নিজের প্রার্থীপদ বিশেষ সমস্যার কারণে তুলতে না পারলেও তিনি লিফলেট করে এলাকার মানুষদের জানিয়ে দেন যে তিনি বিজেপির প্রার্থী নয় ৷ তিনি তৃণমূলে সাথে যোগদান করেছেন ৷ তৃণমূলের প্রচারে এবং তৃণমূলের উন্নয়নে তিনি সামিল হয়ে এলাকার উন্নয়ন করবেন ৷
মীনাদেবী জানান, আমদের পরিবার প্রথম থেকেই তৃণমুলের সাথে যুক্ত। কিন্তু সম্প্রতি কিছু নেতা- নেত্রীদের কাজে অসন্তুষ্ট হয়ে বিজেপিতে চলে গিয়েছিলাম ৷ নিজের ভুল বুঝতে পেরে আবার পুরনো দলেই ফিরে এসেছি।
তবে স্থানীয় বিজেপি নেতৃত্বরা জানান, ভয় দেখিয়ে, হুমকি দিয়ে তাদের প্রার্থীর সাথে এই ধরনের ব্যবহার করছে ৷ শুধু শান্তিপুরে নয় জেলা জুড়ে বিজেপির প্রার্থীদের হুমকি দিয়ে প্রার্থীপদ প্রত্যাহার করানো বা জোর করে লিখিয়ে নিয়ে দলে যোগদান করানো হচ্ছে ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 29, 2018 1:56 PM IST