Bishu Kumorer Ghora: রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত রাসবিহারী কুম্ভকারের জীবন কেমন! এবার দেখা যাবে সিনেমায়, হয়ে গেল শুটিং
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত রাসবিহারী কুম্ভকারের জীবনী নিয়ে তৈরি হচ্ছে সিনেমা
বাঁকুড়া: বাঁকুড়ার পরিচিতি নিয়ে এবার তৈরি হচ্ছে সিনেমা! আপনার চোখের সামনে হয়ে গেল শুটিং আর আপনি জানতেই পারলেন না। কবে কীভাবে কি হল জানুন।
বাঁকুড়া ও পাঁচমুড়ার টেরাকোটা শিল্প নিয়ে সিনেমার আউটডোর শুটিং হয়ে গেল সিমলাপাল ও তালডাংরা ব্লক এলাকায়। পাঁচমুড়ার টেরাকোটা শিল্প জগৎ বিখ্যাত। এই পাঁচমুড়ার টেরাকোটা শিল্পের এক বিখ্যাত শিল্পীর কাহিনী এবার বড় পর্দায়। পাঁচমুড়ার টেরাকোটা শিল্পী, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত রাসবিহারী কুম্ভকারের জীবনী দ্বারা অনুপ্রাণিত হয়ে পরিচালক কৃষ্ণেন্দু সন্নিগ্রহী জানান, ছবির নাম ‘বিশু কুমোরের ঘোড়া’।
advertisement
আরও পড়ুন: বয়স ১০ পেরোয় নি, এখন থেকেই দাবিদাওয়া আদায়ে ডেপুটেশন! খুদে পড়ুয়াদের কাণ্ড দেখে হেসে গড়াগড়ি বাঁকুড়ায়
advertisement
গত বেশ কয়েকদিন ধরে তালডাংরার পাঁচমুড়া ও সিমলাপাল এলাকায় ‘বিশু কুমোরের ঘোড়া’র আউটডোর শুটিং হল। বিশু কুমোরের চরিত্রে অভিনয় করছেন বিশিষ্ট অভিনেতা সুপ্রভাত দাস, বিশু কুমারের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী শ্বেতাক্ষী নন্দীকে। এছাড়াও একটি বিশেষ চরিত্রে আধুনিক সময়ে বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট কৌতুক অভিনেতা বিশ্বনাথ বসু। সঙ্গে অভিনেত্রী দীপান্বিতা বসু, প্রদীপ ভট্টাচার্য, তন্ময় ব্যানার্জীদের সঙ্গে বিশেষ কিছু দৃশ্যে অভিনয়ের সুযোগ পেয়েছেন স্থানীয় বাসিন্দাদের মধ্যে অনেক শিল্পী।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
‘বিশু কুমোরের ঘোড়া’ প্রসঙ্গে বলতে গিয়ে এক দীর্ঘ ও একান্ত সাক্ষাৎকারে পরিচালক কৃষ্ণেন্দু ষন্নিগ্রহী বলেন, এই ছবির বিষয়বস্তুই বাঁকুড়া। পাঁচমুড়ার টেরাকোটা শিল্পী, রাষ্ট্রপতি পূরস্কার প্রাপ্ত রাসবিহারী কুম্ভকারের জীবনী নির্ভর না হলেও তাঁর জীবনী দ্বারা অনুপ্রাণিত হয়েই এই ছবি তৈরীর ভাবনা।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jun 05, 2025 7:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bishu Kumorer Ghora: রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত রাসবিহারী কুম্ভকারের জীবন কেমন! এবার দেখা যাবে সিনেমায়, হয়ে গেল শুটিং










