East Bardhaman News: কমছে পাখি! ১১ হাজার থেকে পাঁচ হাজারে নামার আশঙ্কা! চুপি পাখিরালয়ে পাখি গণনায় চাঞ্চল্য!
- Reported by:Bonoarilal Chowdhury
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দু’নম্বর ব্লকের চুপি পাখিরালয়ে পরিযায়ী পাখির সংখ্যায় এবার বড়সড় পতনের ইঙ্গিত মিলল।
কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দু’নম্বর ব্লকের চুপি পাখিরালয়ে পরিযায়ী পাখির সংখ্যায় এবার বড়সড় পতনের ইঙ্গিত মিলল। গত বছরের তুলনায় চলতি বছরে পাখির সংখ্যা অনেকটাই কম বলে জানিয়েছেন জেলা বন আধিকারিক সঞ্চিতা শর্মা। মঙ্গলবার সকালে প্রথম ধাপের পাখি গণনা শেষ হওয়ার পর এমনই তথ্য উঠে আসে।এদিন সকাল থেকেই চুপি পাখিরালয়ে পরিযায়ী পাখি গণনার কাজ শুরু হয়। বন দফতরের আধিকারিকদের প্রাথমিক হিসেব অনুযায়ী, চলতি মরশুমে এখনও পর্যন্ত চুপি পাখিরালয়ে মোট ৬৯ প্রজাতির পাখির দেখা মিলেছে। তার মধ্যে রেড ক্রেস্টেড পোচার্ড ও গার্ডওয়াল প্রজাতির পাখির সংখ্যা তুলনামূলকভাবে বেশি।
advertisement
জেলা বন আধিকারিক সঞ্চিতা শর্মা জানান, গত বছর এই পাখিরালয়ে প্রায় ১১ হাজারের কাছাকাছি পাখি এসেছিল। তবে চলতি বছরে এখনও পর্যন্ত যে হিসেব পাওয়া যাচ্ছে, তাতে পাখির সংখ্যা পাঁচ হাজারের আশপাশে হতে পারে বলে অনুমান করা হচ্ছে। যদিও সম্পূর্ণ পাখি গণনার কাজ শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত সংখ্যা জানানো সম্ভব নয় বলেও স্পষ্ট করে দেন তিনি।
advertisement
কেন এত সংখ্যায় পাখি কমছে? এই প্রশ্নের উত্তরে জেলা বন আধিকারিক বলেন, এর সঠিক কারণ এই মুহূর্তে স্পষ্ট নয়। তবে পাখিরা অন্য কোনও নিরাপদ এলাকায় সরে যাচ্ছে কি না, সেটিও একটি সম্ভাব্য কারণ হতে পারে বলে তাঁর মত।এদিন তিনি চুপি পাখিরালয়ে আগত পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে আবেদন জানান, কোনওভাবেই যেন পাখিদের বিরক্ত করা না হয়। বিশেষ করে জোরে গান বা বক্স বাজানো, অতিরিক্ত শব্দ করা থেকে বিরত থাকার অনুরোধ করেন তিনি।অন্যদিকে, স্থানীয় মাঝিদের দাবি, শুধু শব্দ দূষণ নয়, আরও একাধিক কারণ পাখির সংখ্যা কমে যাওয়ার জন্য দায়ী হতে পারে। তাঁদের অভিযোগ, রাতে লাইটের আলো জ্বালিয়ে মাছ ধরা, জোরে বক্স বাজানো এবং জলাশয়ে কচুরিপানার অত্যধিক বিস্তার, এই সবই পাখিদের জন্য বিরক্তিকর হয়ে উঠছে, যার ফলে তারা অন্যত্র সরে যেতে বাধ্য হচ্ছে। মাঝিদের দাবী প্রশাসনের তরফে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
advertisement
এ দিনের পাখি গণনার কাজে উপস্থিত ছিলেন জেলা বন আধিকারিক সঞ্চিতা শর্মা, কাটোয়া ও কালনা রেঞ্জের বন আধিকারিক শিবপ্রসাদ সিনহা সহ বন দফতরের কর্মীরা।সব মিলিয়ে, চুপি পাখিরালায় পরিযায়ী পাখির সংখ্যা হ্রাস পাওয়ার বিষয়টি নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে পরিবেশপ্রেমী সহ পর্যটকদের মধ্যেও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
Jan 06, 2026 8:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: কমছে পাখি! ১১ হাজার থেকে পাঁচ হাজারে নামার আশঙ্কা! চুপি পাখিরালয়ে পাখি গণনায় চাঞ্চল্য!









