আগামিকাল বীরভূমে প্রথম শারদোৎসবের কার্নিভাল, তুঙ্গে প্রস্তুতি

Last Updated:

Durga Puja Carnival at Birbhum : বীরভূমের সিউড়িতে প্রশাসনের উদ্যোগে আয়োজিত  হয়েছে এই কার্নিভাল। এই উদ্যোগে উৎসাহী শহরবাসী

বীরভূমের সিউড়িতে প্রশাসনের উদ্যোগে আয়োজিত  হয়েছে এই কার্নিভাল
বীরভূমের সিউড়িতে প্রশাসনের উদ্যোগে আয়োজিত  হয়েছে এই কার্নিভাল
বীরভূম : বীরভূম জেলার সেরা দুর্গা প্রতিমাগুলির বিসর্জন উপলক্ষে আগামী ৭ অক্টোবর, শুক্রবার বিকেল ৫ টায় সিউড়ি সার্কিট হাউস মোড়ে ' দুর্গাপূজা কার্নিভাল ' -এর আয়োজন করা হয়েছে। বীরভূমের সিউড়িতে প্রশাসনের উদ্যোগে আয়োজিত  হয়েছে এই কার্নিভাল। এই উদ্যোগে উৎসাহী শহরবাসী ।
বৃহস্পতিবার সকাল থেকে চলছে রাস্তা জুড়ে তারই প্রস্তুতি । সকাল থেকেই শুরু হয়েছে প্রশাসনের তৎপরতা ৷ চলছে রাস্তার পাশে বেরিয়ে থাকা গাছের ডাল কাটার কাজ ।  এছাড়াও নীচে থাকা বৈদ্যুতিন তারগুলিও সরিয়ে দেওয়া হচ্ছে রাস্তা থেকে । চারিদিকে লাগানো হয়েছে বাঁশের ব্যারিকেড । রাস্তার যানজট রুখতে রাস্তার পাশে থাকছেন সিভিক ভলান্টিয়াররা । কার্নিভালের প্রস্তুতি দেখতেও সকাল থেকে ভিড় করছেন শহরের অনেক মানুষ ।
advertisement
advertisement
আরও পড়ুন :  আজও বসে বর্গীযুগের লাঠিমেলা, বিসর্জনের পর একাদশীতে লাঠি কেনাবেচা ঘিরে অনুরণিত ঐতিহ্য
জেলাশাসক বিধান রায় বলেন , " আমাদের প্রশাসন থেকে সাধারণ মানুষ সকলেই খুব উৎসাহী হয় । আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রীর ভাবনায় ও নির্দেশে এই প্রথম রাজ্যে কলকাতা ছেড়ে প্রত্যেক জেলায়  কার্নিভাল হচ্ছে । এই প্রথম আমরা কার্নিভালে যোগদান করব ৷ পুলিশ প্রশাসন থেকে সকলেই খুব উৎসাহিত । আমাদের যে সেরা পুজো গুলো আছে সেগুলোর সব প্রতিমা এক জায়গায় আনা হবে । তারপর সেখানে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হবে । আমাদের বীরভূম জেলায় যে লোকশিল্পীরা আছেন, তাঁরা তাদের শিল্প প্রদর্শন করবেন । এই সব মিলিয়ে সবার মধ্যে একটা দারুণ উৎসাহ লক্ষ করছি আমরা ।  দুর্গাপুজোকে ইউনেস্কো-র ' কালচারাল হেরিটেজের ' -এর স্বীকৃতি ও শারদোৎ সবকে স্মরণীয় করে রাখতেই আমাদের এই কার্নিভাল । আশা করছি এই কার্নিভাল ভাল মতো হবে । "
advertisement
সিউড়ির বাসিন্দা দিয়া চৌধুরী বলেন , " সিউড়ি শহরে কার্নিভাল শুনেই বেশ আনন্দ হচ্ছে । তবে পুজোর পরে আবার একটু ঘোরার সুযোগ পেলে তো বেশ ভালই হয় । আগামিকালের জন্য খুব উৎসাহী আমি । " পুলিশ সূত্রে জানা গিয়েছে এই উপলক্ষে আগামীকাল সিউড়ির বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আগামিকাল বীরভূমে প্রথম শারদোৎসবের কার্নিভাল, তুঙ্গে প্রস্তুতি
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement