অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের কুফল নিয়ে শিবির স্কুলে, উঠে এল একাধিক শারীরিক-মানসিক ক্ষতির দিক!
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
পড়াশোনা প্রতি আসক্তি কমিয়ে মোবাইল ফোনের দিকে ছুটছেন ছাত্র-ছাত্রীরা, তাঁদের কথা চিন্তা করে এই স্কুল যা করল
বীরভূম, সৌভিক রায়: তথ্য প্রযুক্তির যুগে মোবাইল ফোনের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। ছোট থেকেই বাবা মায়েরা বাচ্চাদের খাওয়ানোর জন্য হাতে মোবাইল দিয়ে মোবাইল ফোনের প্রতি আসক্ত করে দিচ্ছেন। আর মোবাইল ফোনের প্রতি আসক্তি সেই ছোট থেকে দিন দিন বাড়ছে বাচ্চাদের মধ্যে। যার ফলে স্কুলে এক সময় ভাল ফলাফল করা পড়ুয়া পরবর্তীতে খারাপ ফলাফল করছে। পড়াশোনার প্রতি তারা অমনোযোগী হয়ে পড়ছে। এতে তাদের শুধু পড়াশোনারই নয়, শারীরিক দিক থেকেও ক্ষতি হচ্ছে।
তাই শুধু প্রয়োজনেই মোবাইল ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। এর পাশাপাশি বেশি ব্যবহারের ফলে কুফল জানাতে একটি শিবিরের আয়োজন করল রামপুরহাটের শরদিন্দু মজুমদার বিদ্যায়তন। স্কুলের শিক্ষিক-শিক্ষিকা ছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা বিদ্যালয় পরিদর্শক গোলাম কিবরিয়া। জানা যায়, ওই স্কুলে পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত আনুমানিক প্রায় সাড়ে ৩০০ ছাত্র-ছাত্রী রয়েছে। কয়েকমাস ধরে শিক্ষকরা লক্ষ্য করেন, দিনের পর দিন পড়াশোনার প্রতি ছাত্র-ছাত্রীদের মনোযোগ ক্রমশ কমছে।
advertisement
advertisement
ভাল রেজাল্ট করা পড়ুয়ারা পরবর্তীতে খারাপ ফলাফল করছে। তবে এর পিছনে মোবাইলই যে দায়ী, সেটা বুঝতে অসুবিধা হয়নি শিক্ষকমহলের। মোবাইলে নানা ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাপ এবং অ্যাপভিত্তিক গেমে আসক্ত হয়ে পড়ছে পড়ুয়ারা। তাদের শারীরিক বা মানসিক সমস্যার সঙ্গে পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ছে। স্কুলে বা বাড়িতে আচার-আচরণও বদলে যাচ্ছে। আর সেই কারণেই কিছুদিন আগে পড়ুয়াদের স্কুলে মোবাইল নিয়ে আসা নিষিদ্ধ করেন তাঁরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কিন্তু স্কুলের নির্দেশের পরেও অনেকে লুকিয়ে মোবাইল নিয়ে আসছে। তাই অতিরিক্ত মোবাইল ব্যবহার বন্ধ করতে পড়ুয়াদের সচেতন করেন শিক্ষকরা। শুধু তাই নয় প্রোজেক্টরের মাধ্যমে পড়ুয়াদের বোঝানো হয় অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করার জন্য কী ধরনের ক্ষতি হতে পারে। টিআইসি অনিতসুন্দর দাস পড়ুয়াদের বোঝান, স্মার্টফোন থেকে নির্গত রেডিয়েশন মস্তিষ্ক, কান-সহ নানা অঙ্গের ক্ষতি করে। স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সময়ে তা আরও ক্ষতিকর। অতিরিক্ত মোবাইল ব্যবহার ক্যানসারের আশঙ্কাও বাড়িয়ে দেয়। যদিও স্কুলের শিক্ষকদের দাবি শুধুমাত্র স্কুলেই প্রশিক্ষণ দিলে চলবে না বাড়ির অভিভাবকদের কেউ নিজেদের ছেলে মেয়েদের বোঝাতে হবে যেন অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার না করে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Birbhum,West Bengal
First Published :
November 06, 2025 10:21 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের কুফল নিয়ে শিবির স্কুলে, উঠে এল একাধিক শারীরিক-মানসিক ক্ষতির দিক!

