Birbhum: বিবাহ-বহির্ভূত সম্পর্কের জের, বীরভূমে মা এবং দুই শিশুসন্তান খুনের ১২ ঘণ্টার মধ্যে কিনারা করল পুলিশ

Last Updated:

বীরভূমে রহস্যজনক ভাবে মৃত্যু হয় এক যুবতী এবং তাঁর দুই শিশুসন্তানের। জেলার মহম্মদবাজার ও মল্লারপুর থানার সীমানায় রয়েছে ম্যানেজারপাড়া। সেখানে যুবতী তাঁর দুই সন্তানকে নিয়ে থাকতেন। শুক্রবার সকালে তাঁদের নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা

বীরভূমের মহম্মদবাজারে মা ও ২ সন্তান খুনের ঘটনার ১২ ঘণ্টার মধ্যে কিনারা করল বীরভূম জেলা পুলিশ
বীরভূমের মহম্মদবাজারে মা ও ২ সন্তান খুনের ঘটনার ১২ ঘণ্টার মধ্যে কিনারা করল বীরভূম জেলা পুলিশ
বীরভূম: বীরভূমের মহম্মদবাজারে মা ও ২ সন্তান খুনের ঘটনার ১২ ঘণ্টার মধ্যে কিনারা করল বীরভূম জেলা পুলিশ। গ্রেফতার মৃতার প্রেমিক নয়ন বিত্তার। তার বাড়ি মল্লারপুর থানা এলাকার মাঠমহুলায়। অন্যদিকে অভিযুক্তকে খুন করার পর আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার তার সঙ্গী সুনীল মীর্ধা। সে মল্লারপুর থানা এলাকার বোলগাছির বাসিন্দা। এছাড়া আরও দু’জনকে সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ধৃতকে জিজ্ঞেসাবাদ করে মৃতার মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।জেলা পুলিশ সুপার আমনদীপ জানান, ধৃতদের দু’জনের বাড়ি মল্লারপুর থানায়। মৃত মহিলার সঙ্গে নয়নের বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। খুন করার পর নয়নকে আশ্রয় দেয় সুনীল। খুনের পর ওই মৃতার মোবাইল নিয়ে পালায় তারা। ওই ফোনের সূত্র ধরেই গ্রেফতার খুনি। মৃত মহিলার মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। দু’জনকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আরও দু’জনকে আটক করা হয়েছে৷
advertisement
পুলিশের তরফ থেকে ৮ জনের একটি টিম তৈরি করে তদন্ত করা হচ্ছে। নয়নকে জিজ্ঞাসা করে জানা গিয়েছে, গতকাল রাতে ওই মহিলার বাড়ি গিয়েছিল সে, তারপরই খুন! ধৃতদের মল্লারপুরের দিয়ারা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। দিয়ারা গ্রাম থেকে মোবাইলটি উদ্ধার করা হয়।
advertisement
বীরভূমে রহস্যজনক ভাবে মৃত্যু হয় এক যুবতী এবং তাঁর দুই শিশুসন্তানের। জেলার মহম্মদবাজার ও মল্লারপুর থানার সীমানায় রয়েছে ম্যানেজারপাড়া। সেখানে যুবতী তাঁর দুই সন্তানকে নিয়ে থাকতেন। শুক্রবার সকালে তাঁদের নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ দেহ উদ্ধার করতে গেলে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, ওই তিন জনকে খুন করা হয়েছে। তিন জনের মাথাতেই ছিল গভীর আঘাতের চিহ্ন। খুনিদের গ্রেফতার করা না-হলে দেহ উদ্ধার করতে দেওয়া হবে না বলে জানান স্থানীয়রা। পরে পুলিশ তাঁদের বুঝিয়ে দেহ উদ্ধার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum: বিবাহ-বহির্ভূত সম্পর্কের জের, বীরভূমে মা এবং দুই শিশুসন্তান খুনের ১২ ঘণ্টার মধ্যে কিনারা করল পুলিশ
Next Article
advertisement
GST Reforms: উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? পর্যটক না ব্যবসায়ীদের লাভ? জানুন
উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? জানুন
  • নতুন GST নিয়মে ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হবে।

  • পর্যটকদের জন্য নয়া GST নিয়মে খরচ কমবে, পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ভিড় বাড়বে।

  • হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পর্যটকদের সাশ্রয় কতটা হবে।

VIEW MORE
advertisement
advertisement