Birbhum News: স্বামীকে ছেড়ে অন্য মহিলাকে বিয়ে করলেন নমিতা! কিন্তু তার আগে এ কী করলেন! ঘর খুলতেই যা দেখলেন স্বামী, মাথায় হাত সকলের
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
Birbhum News: নমিতার স্বামী নন্দু রায় ইংলিশ বাজার থানায় একটি নিখোঁজ ডায়রি করেছেন।
সুদীপ্ত গড়াই, দুবরাজপুর: বীরভূমের দুবরাজপুরে সম্প্রতি দুই নারীর বিয়ে ঘিরে যে তুমুল চর্চা শুরু হয়েছিল, সেই ঘটনায় এবার নতুন এক চাঞ্চল্য। জানা গিয়েছে, বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া ওই দুই নারীর একজন নমিতা দাস রায় হঠাৎ করেই স্বামীকে না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। সঙ্গে রয়েছে প্রায় ৩ লক্ষ টাকা নগদ, প্রায় ১২-১৫ ভরি সোনার গয়না এবং তাঁর তিন বছরের পুত্র সন্তান।
এই ঘটনার পর নমিতার স্বামী নন্দু রায় ইংলিশ বাজার থানায় একটি নিখোঁজ ডায়রি করেছেন। তাঁর অভিযোগ, “গত ১১ সেপ্টেম্বর সকালে আমি ডিউটিতে বেরোই। বেরনোর কিছুক্ষণের মধ্যেই ১০.২০ মিনিটে স্ত্রী বাড়ি থেকে পালিয়ে যান। বাড়িতে ছিলেন আমার শাশুড়ি, যিনি পা ভেঙে শয্যাশায়ী। মা-কে একা ফেলে নমিতা নগদ টাকা, গয়না, এমনকি শাশুড়ির এটিএম কার্ডও নিয়ে গিয়েছেন। আমার মেয়ের কাছে শুধু বলেছিল, তাড়াতাড়ি চলে আসব।’
advertisement
advertisement
নন্দু রায়ের আরও অভিযোগ, “আমার অনুপস্থিতিতে ঘর লণ্ডভণ্ড অবস্থায় পাই। লকার ভাঙা, টাকা ও সোনা উধাও। বাড়িতে থাকা আমার ৯ বছরের মেয়েকে খিদের জ্বালায় কাঁদতে কাঁদতে পেয়েছি। এটা শুধুমাত্র বাড়ি ছেড়ে যাওয়া নয়, বড়সড় ষড়যন্ত্র।”
advertisement
সম্প্রতি যে নারীকে বিয়ে করেছেন বলে খবর, সেই সুস্মিতা চট্টোপাধ্যায়ের দিকেও সন্দেহের তীর নন্দু রায়ের। তাঁর আশঙ্কা, নমিতা হয়ত আবেগের বশে ভুল পথে পা বাড়িয়েছেন, অথবা এই ঘটনার নেপথ্যে অন্য কোনও অসৎ উদ্দেশ্য লুকিয়ে আছে।
পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মালদহের ইংলিশ বাজার থানার পুলিশ। ঠিক কী কারণে নমিতা দাস রায় স্বামী ও পরিবারকে না জানিয়ে এই পদক্ষেপ নিলেন, তা জানতে ইতিমধ্যেই তৎপর প্রশাসন। এখন দেখার, এই চাঞ্চল্যকর ঘটনায় পরবর্তী মোড় কোন দিকে ঘোরে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 18, 2025 8:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: স্বামীকে ছেড়ে অন্য মহিলাকে বিয়ে করলেন নমিতা! কিন্তু তার আগে এ কী করলেন! ঘর খুলতেই যা দেখলেন স্বামী, মাথায় হাত সকলের

