RG Kar Student: মালদহের হোটেলে আরজি করের তরুণী পড়ুয়াকে কী এমন দেওয়া হয়েছিল! পুলিশি তদন্তে বিস্ফোরক তথ্য, প্রেমিকই কি তাহলে আসল 'অপরাধী'?

Last Updated:

RG Kar Student: অনিন্দিতার বাবা জোসেফ সোরেন ব্যাঙ্ক কর্মী, বাড়ি বালুরঘাট শহরের আদর্শ স্কুলপাড়া এলাকায়।

পুলিশি তদন্তে কী সামনে এল?
পুলিশি তদন্তে কী সামনে এল?
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী: মালদহ মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়া উজ্জ্বল সোরেনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল আরজি করের ডাক্তারি পড়ুয়া অনিন্দিতা সোরেনের মৃত্যু কাণ্ডে। প্যারাসিটামলের ওভার ডোজ দেওয়া হয় আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের এমবিবিএস-এর ফাইনাল ইয়ারের পড়ুয়া অনিন্দিতা সোরেনকে। এমনই অভিযোগ। অনিন্দিতার বাবা জোসেফ সোরেন ব্যাঙ্ক কর্মী, বাড়ি বালুরঘাট শহরের আদর্শ স্কুলপাড়া এলাকায়।
অভিযোগ, মৃতার সঙ্গে উজ্জ্বলের দীর্ঘদিনের সম্পর্ক। কয়েকদিন আগে মালদহে আসেন আরজি কর মেডিক্যালের ফাইনাল ইয়ারের ছাত্রী। একটি হোটেলেই ছিলেন তিনি এবং উজ্জ্বল। সেখানে অসুস্থ হয়ে পড়েন ওই চিকিৎসক পড়ুয়া। সম্ভবত এমন কিছু তাঁকে খাওয়ানোর জেরেই এই পরিস্থিতি তৈরি হয়।
advertisement
advertisement
এরপরেই অসুস্থ ছাত্রীকে প্রথমে ভর্তি করা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে। সেখান থেকে কলকাতায় আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হচ্ছিল। পথেই মৃত্যু হয় তাঁর। এরপরেই ইংরেজবাজার থানায় অভিযুক্ত ডাক্তারি পড়ুয়া উজ্জ্বল সোরেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মৃতার পরিবার।
এরপরেই সকালে মৃতার প্রেমিককে টানা কয়েক ঘণ্টা জেরার পর আটক করে মালদহ পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারী আধিকারিকরা। এই ঘটনায় উজ্জ্বল সোরেনের জড়িত থাকার বেশ কিছু নির্দিষ্ট প্রমাণ পুলিশ পেয়েছে বলে সূত্রের খবর। তাঁর বয়ানেও অসঙ্গতি রয়েছে বলে জানা গিয়েছে। উজ্জ্বল সোরেনকে আদালতে তোলা হয়। আপাতত সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
RG Kar Student: মালদহের হোটেলে আরজি করের তরুণী পড়ুয়াকে কী এমন দেওয়া হয়েছিল! পুলিশি তদন্তে বিস্ফোরক তথ্য, প্রেমিকই কি তাহলে আসল 'অপরাধী'?
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement