Toto: টোটো চালাত বাড়ির ছেলে, সেই টোটোতে চার্জ দেওয়ার সময় ঘটল এমন ঘটনা, গোটা গ্রাম বিশ্বাস করতে পারছে না এখনও!
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
Toto- টোটোর ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক তরতাজা যুবকের। ঘটনাটি ঘটেছে বীরভূমের খয়রাশোল ব্লকের কাঁকড়তলা থানার অন্তর্গত কদমডাঙা গ্রামে। মৃত যুবকের নাম কুশ মন্ডল (বয়স প্রায় ৩০)। পেশায় তিনি ছিলেন টোটো চালক।
খয়রাশোল, বীরভূম, সুদীপ্ত গড়াই : টোটোর ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক তরতাজা যুবকের। ঘটনাটি ঘটেছে বীরভূমের খয়রাশোল ব্লকের কাঁকড়তলা থানার অন্তর্গত কদমডাঙা গ্রামে। মৃত যুবকের নাম কুশ মন্ডল (বয়স প্রায় ৩০)। পেশায় তিনি ছিলেন টোটো চালক। হঠাৎ ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে টোটোর ব্যাটারি চার্জ দিতে গিয়ে হঠাৎই বৈদ্যুতিক শকে লুটিয়ে পড়েন কুশ। তড়িঘড়ি স্থানীয়রা তাকে উদ্ধার করে নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শনিবার দুপুরে মৃতদেহের ময়নাতদন্ত হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে।
কাঁকড়তলা থানার এক আধিকারিক জানান, “বাইরে থেকে খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। পরিবারকে জানানো হয়েছিল যে, পোস্টমর্টেম ছাড়া দেহ ঘরে রাখা যাবে না। প্রাথমিকভাবে যা পাওয়া গেছে, তাতে এটি স্পষ্টতই ইলেকট্রোকিউশনের ঘটনা।” মৃতের দাদা কানাই মন্ডল জানান, “শুক্রবার দুপুরে বাড়িতেই টোটোর ব্যাটারি চার্জ দিচ্ছিল কুশ। সম্ভবত বোর্ডে বা চার্জারে কোন ত্রুটি ছিল। আমরা খবর পেয়ে ছুটে যাই, তখন দেখি ভাই মাটিতে পড়ে আছে, পাশে পড়ে রয়েছে তার এবং চার্জার।”
advertisement
advertisement
আরও পড়ুন- অশোকনগরের বুকে বিশালাকার রান্নাঘর! ‘মায়ের হেঁসেলে’ নারীদের দেওয়া হল বিশেষ সম্মান
পরিবারের দাবি, কুশ টোটো চালানোর পাশাপাশি বিদ্যুৎ সংক্রান্ত ছোটখাটো কাজ করতেও জানত। মাধ্যমিক ফেল করা এই যুবকই ছিল পরিবারের একমাত্র রোজগেরে সদস্য। অবিবাহিত কুশের অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন মা-দাদা আত্মীয়স্বজন।
শনিবার দেহ ফিরতেই গ্রামজুড়ে নেমে আসে শোকের ছায়া। স্থানীয়দের দাবি, এমন দুর্ঘটনা রোধে গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সংযোগের নিরাপত্তা ব্যবস্থা ও সচেতনতা বাড়ানো জরুরি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 01, 2025 11:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Toto: টোটো চালাত বাড়ির ছেলে, সেই টোটোতে চার্জ দেওয়ার সময় ঘটল এমন ঘটনা, গোটা গ্রাম বিশ্বাস করতে পারছে না এখনও!

