Birbhum News: বিশ্বভারতীতে বড় আয়োজন! শুরু হল আন্তর্জাতিক স্তরের বিশেষ আলোচনা সভা, বোলপুর শান্তিনিকেতনে হাজির ১৫ দেশের ৩০০ বৌদ্ধভিক্ষুক
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Birbhum News: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে 'বিশ্ব শান্তিতে বৌদ্ধ দৃষ্টিভঙ্গি' নিয়ে আন্তর্জাতিক স্তরের আলোচনা সভা শুরু হল। ভারতের পাশাপাশি রাশিয়া, চিন, নেপাল, তাইওয়ান, থাইল্যান্ড, তিব্বত, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, ভূটান- বিশ্বের এই ১৫টি দেশ অংশগ্রহণ করেছে।
বীরভূম,সৌভিক রায়ঃ বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ‘বিশ্ব শান্তিতে বৌদ্ধ দৃষ্টিভঙ্গি’ নিয়ে আন্তর্জাতিক স্তরের আলোচনা সভা শুরু হল। ভারতের পাশাপাশি, রাশিয়া, চিন, বাংলাদেশ, তাইওয়ান সহ বিশ্বের মোট ১৫টি দেশ থেকে প্রায় ৩০০ জন বৌদ্ধভিক্ষুক এই আলোচনা সভায় অংশগ্রহণ করেছেন। বিশ্বভারতীর সঙ্গেই মহারাষ্ট্র, নালন্দা ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরাও অংশ নিয়েছেন এই আলোচনা সভায়।
শান্তিনিকেতনে বর্ণাঢ্য পদযাত্রায় বৌদ্ধভিক্ষুকেরা বিশ্ব শান্তির বার্তা দেন। আলোচনা সভার উদ্যোক্তা বুদ্ধপ্রিয় মাহাথেরা বলেন, “কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব শান্তির উপর বহু কাজে নজির সৃষ্টি করেছেন। কখনও লেখনীতে, কখনও গানে তুলে ধরেছেন মানবতার বার্তা। তাঁর কর্মভূমি থেকেই বিশ্ব শান্তির বার্তা পৌঁছে দিতে দেশ-বিদেশের প্রতিনিধিরা প্রতিজ্ঞা নিচ্ছেন। গৌতম বুদ্ধের প্রতি রবীন্দ্রনাথের অনুরাগ ছিল অপরিসীম।”
advertisement
আরও পড়ুনঃ ভরদুপুরে সিউড়িতে বোমা বিস্ফোরণ! বল ভেবে হাতে তুলতেই ভয়ঙ্কর কাণ্ড, উড়ে গেল ১২ বছরের শিশুর আঙুল
ভারত ছাড়াও রাশিয়া, চিন, নেপাল, তাইওয়ান, থাইল্যান্ড, তিব্বত, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, ভূটান- বিশ্বের এই ১৫টি দেশ অংশগ্রহণ করেছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক-অধ্যাপিকা, পড়ুয়ারা সহ নালন্দা বিশ্ববিদ্যালয়, মহারাষ্ট্র বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গবেষকেরাও দু’দিনের এই আলোচনা সভায় অংশ নিয়েছেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিশ্বভারতীর বৌদ্ধবিদ্যা কেন্দ্রের বিভাগীয় প্রধান হরেকৃষ্ণ মিশ্র বলেন, “সারা পৃথিবী জুড়ে যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতি। সেখান থেকে কীভাবে বেরিয়ে আসা যায়, এই নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, গবেষক পড়ুয়ারা আলোচনা করবেন।” আলোচনা শুরুর আগে শান্তিনিকেতনে পদযাত্রা করে বৌদ্ধভিক্ষুকেরা বিশ্ব শান্তির বার্তা দেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Birbhum,West Bengal
First Published :
Nov 22, 2025 6:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: বিশ্বভারতীতে বড় আয়োজন! শুরু হল আন্তর্জাতিক স্তরের বিশেষ আলোচনা সভা, বোলপুর শান্তিনিকেতনে হাজির ১৫ দেশের ৩০০ বৌদ্ধভিক্ষুক








