Birbhum News: ভরদুপুরে সিউড়িতে বোমা বিস্ফোরণ! বল ভেবে হাতে তুলতেই ভয়ঙ্কর কাণ্ড, উড়ে গেল ১২ বছরের শিশুর আঙুল

Last Updated:

Birbhum News: ঘটনাস্থলের অত্যন্ত কাছেই রয়েছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। ওই কার্যালয়কে কেন্দ্র করে অতীতে বহুবার গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছিল। সেই পার্টি অফিসের পাশেই বিস্ফোরক পড়ে থাকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে।

হাসপাতালে আহত শিশু
হাসপাতালে আহত শিশু
সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াইঃ বীরভূমের সিউড়ির পুরন্দরপুরে ঘটে গেল হৃদয়বিদারক ঘটনা। বল ভেবে বিস্ফোরক হাতে তুলে নিল ১২ বছরের শিশু মঙ্গল অঙ্কুর। বিস্ফোরণের জেরে গুরুতর জখম হয় সে। শনিবার দুপুরে তৃণমূল কংগ্রেসের দু’নম্বর ব্লক কার্যালয় এবং বান্ধব সমিতি ক্লাবের পাশের পুকুরঘাটে এই বোমা বিস্ফোরণ হয়েছে। তাঁর ডান হাতের দু’টি আঙুল ফেটে গিয়েছে, ক্ষতবিক্ষত হয়ে যায় হাতের বিস্তীর্ণ অংশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় খেলতে গিয়েছিল দুই শিশু। তখনই পুকুরপাড়ে পড়ে থাকা একটি গোলাকৃতি বস্তুকে বল ভেবে হাতে তুলে নেয় মঙ্গল। খেলার ছলে সেটি হাতে নেওয়ার পরেই প্রবল শব্দে বিস্ফোরণ ঘটে। রক্তাক্ত অবস্থায় চিৎকার করে দৌড়ে বাড়ি ফিরে আসে সে। পরিবারের লোকজন ছুটে এসে দেখে, শিশুটির ডান হাত প্রায় ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে তাঁকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
advertisement
আরও পড়ুনঃ জাতীয় স্তরের ফুটবল প্রতিযোগিতায় বীরভূমের খেলোয়াড়দের দাপট! সবাইকে টেক্কা দিয়ে চ্যাম্পিয়ন বাংলা, ঐতিহাসিক জয়ে গর্বিত সকলে
আহত শিশুর ঠাকুমা হাসি অঙ্কুর বলেন, “আমরা ঘরে ভাত বাড়ছিলাম। হঠাৎ প্রচণ্ড আওয়াজ শুনে বুঝলাম কিছু একটা হয়েছে। তারপর দেখি মঙ্গল দৌড়ে আসছে, তাঁর হাতটা নেই বললেই চলে। আমরা আঙুলগুলো কুড়িয়ে এনেছি।”
advertisement
advertisement
ঘটনাস্থলের অত্যন্ত কাছেই রয়েছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। ওই কার্যালয়কে কেন্দ্র করে অতীতে বহুবার গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছিল। কার্যালয় দখল নিয়েও দলের মধ্যে প্রকাশ্যে বিবাদ হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে পার্টি অফিসের পাশেই বিস্ফোরক পড়ে থাকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। রাজনৈতিক বিবাদ বা সংঘর্ষের জেরেই কি ওই এলাকায় বোমা মজুত রাখা হয়েছিল? দেখা দিয়েছে এই প্রশ্ন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে এই ঘটনার পর এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ। বিস্ফোরকটি কোথা থেকে এল, কে বা কারা রেখে গেল তা খতিয়ে দেখা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: ভরদুপুরে সিউড়িতে বোমা বিস্ফোরণ! বল ভেবে হাতে তুলতেই ভয়ঙ্কর কাণ্ড, উড়ে গেল ১২ বছরের শিশুর আঙুল
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement